
আপডেট
এ বিষয়ে আমার শেষ পোষ্ট এর লিন্ক দিলাম। ছবিসহ বিস্তারিত পাবেন।
পথশিশুদের মাঝে নতুন জামা বিতরন --- ছবিসহ শেষ আপডেট।
কিছুদিন আগে একটা পোষ্ট দিয়েছিলাম। আমাদের একটা প্রোগ্রামের উপর। পথশিশুদের ঈদের আগে নতুন জামা কিনে দেওয়া প্রসংগে। যারা দেখেননি তাদের জন্য লিংকটা আবার দিলাম।
Click This Link
অত্যন্ত আশাব্যন্জক কথা হল একজন ব্লগার তার বন্ধুদের ভিতর থেকে কিছু টাকা তুলে দিয়েছেন আমাদের ফান্ডে, ধন্যবাদ আরিফ ভাইয়া এবং শুভ ভাইয়া, অনেক কষ্ট করেছেন ভাইয়ারা। আন্তত শুধু মুখে বলেই ক্ষান্ত হননি!
আর হতাশার ব্যাপার হল এই যে, অনেকের কাছ থেকেই প্রতিশ্রুতি পেলেও সেগুলো কবে পুরন হবে তার কথা কেও বলেননি! অনেকে ঢাকার বাইরে থেকে টাকা পাঠাতে চাইলেন দেখে তাড়াহুড়ো করে আমার মায়ের সাহায্যে তার একটা একাউন্ট নাম্বার দিলাম, অথচ উৎসাহে ঠান্ডা পানি ঢেলে দিয়ে ঐ একজন বাদে কেউই যোগাযোগ করে নাই ব্লগের থেকে।
ভাইয়ারা/আপুরা আমি কোন নালিশ জানাইতে এই পোষ্ট করি নাই। আমি শুধু আপনাদের মনে করায়ে দিতে চাচ্ছি যে এমন একটা উদ্যোগ নয়া হয়েছিল, কিন্ত সময়ের সাথে আমাদের আগ্রহে ভাটা পড়েনি। আমাদের প্রোগ্রাম হবেই, এবং হবেই।
আর আমি জানি এই ব্যস্ত নগর জীবনে শত ব্যস্ততার মাঝে অনেকেই অনেক কিছুই ভুলে যান এবনগ ইচ্ছা থাকলেও অনেক কিছুই করতে পারেন না বা করার সুযোগ হয়ে ওঠে না। কিন্ত আমরা বিশ্বাস করি সেইসব মানুষদের মানবিকতা উবে যায়নি। তাই আমরা কয়েকজন বন্ধু মিলে আমাদের এবং এই ভাল মানুষ গুলোর মিলিত ইচ্ছা পুরনের জন্য কাজ করে যাচ্ছি। আপনাদের ইচ্ছা আর আমাদের পরিশ্রমই পারে এই উদ্যোগ সফল করতে। তাই যারা ইচ্ছা থাকলেও এধরনের কাজ করতে পারেন না, তাদের জন্য এটি একটি সুযোগ (আমরা তাই মনে করি)। তাই আবারও রিপোষ্ট করা। যাদের আসলেই ইচ্ছা আছে প্লিজ দেরি করবেন না, কারন আমাদের হাতে সময় খুবই কম। কাজ অনেক বেশি।
যদি কেউ এব্যাপারে এখনও না জেনে থাকেন তাহলে তাকে অনুরোধ করব, প্লিজ উপরের লিন্কটা দেখেন।
আর টাকা পাঠানো প্রসন্গে বলতে চাই, আপানারা যারা ডোনেট করতে চান তারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বা সরাসরি আমার সাথে যোগাযোগ করে সেটা করতে পারেন। যদি ব্যাংকের মাধ্যমে পাঠান তাহলে দয়া করে আমাকে আপনার নাম ও টাকার অ্যামাউন্ট জানিয়ে দিন। আর আমাদের প্রোগ্রাম হবে ১৫ তারিখে। যদি কোন কারনে ১৫ তারিখে সম্ভব না হয়, তবে ১৬ তারিখে। যেকোন তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন।
Contact info :
E-mail address: nishchup.nirobota@yahoo.com
Cell no.: 01911514333
আপনারা এই একাউন্ট নাম্বারে টাকা পাঠাতে পারেন:
মিসেস মাশকুরা বেগম
অ্যাকাউন্ট নম্বর- ৩৪০৫৭১৬৭
সোনালী ব্যাংক
কলেজ গেইট শাখা
মিরপুর রোড, ঢাকা- ১২০৭
বি. দ্র.:
# আপনারা চাইলে যাকাতের টাকার কিছু অংশ দিতে পারেন।
# ডোনেটেড ফান্ডের পুরোটাই জামা ক্রয়ে ব্যবহার করা হবে। যাতায়াত এবং অন্যন্য সকল ব্যয় আমরা নিজে বহন করব।
আগের পোষ্টটি দেখার জন্য নিচের লিন্কে ক্লিক করুন।
Click This Link
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৩