আমি অবাক রাত্রিরে ঘুমুতে যাই,
আমার ঘুম আসে না।
আমি বিশাল আসমানে রাতের তারায় ঘুরে বেড়াই,
আমার ঘুম আসে না।
আমার যত অবাক সব দুঃখ মিটিমিটি হাসে,
আমি এন হ্যাথওয়ের পেছনে বাইসাইকেলে বসে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখি।
আমি যখন ভাতঘুম দেই ধূসর বিকেলে
অচেনা মেয়েটি আমার ক্লান্ত মুখ দেখে মুচকি হাসে।
ফেলিসিয়া জানো কি?
আজকাল আমার স্বপ্নদোষও হয় না!
জমিন কাঁদে ফসলের হাহাকারে।
এমনতো নয় যে, আমি নত নই।
আমি ক্লান্ত নই।
আমি আমার দুনিয়ার শাখা প্রশাখায় তার গুনি,
আর দিন শেষে জলের সব গান শুনাই।
মনে রেখো,
হেই ফেলিসিয়া,
তোমার জলে ডুব দিয়েই আজ আমার এই ফল।
~ নিশাত শাহরিয়ার
২।১৩ এম/ ৩০/১০/২০১৯
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ২:১৭