ইদানিং দেখছি অনেকে মোটিভেশন নিয়ে এর বিরুদ্ধে কথা বলতে গিয়ে এর বাইরে একটি জিনিস প্রতিষ্ঠিত করতে চাইছে যে টিকেট কেটে মোটিভেশন সেমিনার এটেন্ড করা খারাপ। এইটা ধান্দাবাজি বলা এইটা কিন্তু ভুল লজিক।
একটু উদাহারন দেই। বিশ্বের বিভিন্ন দেশে মানুষ বিভিন্ন সময় সফল মানুষদের সেমিনারে টাকা দিয়ে টিকেট কিনে তাদের কথা শুনতে যায়, মটিভেট হতে যায়, শিখতে যায়। এইটা সেইসব দেশে খারাপ কিছু না। এইটা প্রতিষ্ঠিত একটা প্রফেশন। বড় বড় এন্ট্রাপ্রেনারদের CEO দের সেমিনারে লোক হাজার ডলার খরচ করে তাদের কথা শুনতে যায়।
Hustle Con এ ২০০০-২৫০০ মানুষ যোগ দেয় প্রতি বছর
উদাহারন দেই - Hustle Con -- New entrepreneurs দের কাছে সবচেয়ে জনপ্রিয় একটা ইভেন্ট যেখানে বিভিন্ন বড় বড় টেক কোম্পানির ceo, founders, directors রা অংশ নেয় ৩০ মিনিটের কিনোট দেয় এরা আর বিভিন্ন মানুষ যারা এদের থেকে শিখতে চায় তারা ৫০০-১০০০ ডলার খরচ করে টিকেট কিনে এটা এটেন্ড করে। তাইলে কি এইসব ধান্দাবাজি? লিংক দিলাম - http://hustlecon.com/ একটু দেখে আসবেন কি রকম স্পিকার প্রতি বছর আসে এইখানে আর কত মানুষ হয়।
এইটা জাস্ট একটা ইভেন্টের উদাহারন দিলাম। বিদেশে এইরকম অহরহ ইভেন্ট হয়, যেসবে মানুষ টিকেট কেনে ডলার খরচ করে এটেন্ড করে কারন সেটা তার নিজের ব্যাক্তিগত ভালোলাগা সে যদি মনে করে এতে তার শেখা হবে সে ভ্যালু পাবে বলেই সে যায়। এইটারে কেউ সেইখানে ধান্দাবাজি বলে না!
Gary Vaynerchuk KeyNote ১৭০০-২০০০ মানুষ এটেন্ড করে প্রতি সিটি প্রতি দেশে!
ইভেন্টের উদাহারন দিলাম এখন ব্যাক্তির উদাহারন দেই - Gary Vaynerchuk একজন সফল এন্ট্রেপ্রেনার, স্পিকার ও ফোর টাইমস বেস্টসেলার লেখক। সে এতই সফল আর এত বেশি ইনফ্লুয়েন্সিয়াল যে তাকে বিভিন্ন দেশে বিভিন্ন সেমিনারে $20,000 - $50,000 ডলার ফি দিয়ে নিয়ে যাওয়া হয়। এইসব Key note সে বড় জোড় এক দুই ঘণ্টা বক্তৃতা দেয়( এইগুলা ইউটিউবেও পাবেন) সেইসব সেমিনার লোকে চার হাজার পাঁচ হাজার ডলার দিয়ে টিকেট কেনে যোগ দেয় এবং এইসবে হাজার হাজার অংশগ্রহণকারী থাকে। (বিদেশে যে যত ইনফ্লুয়েনশিয়াল তার সময়ের মূল্য তত বেশী)
Casey Neistat in Conference
আরেকটা সিম্পল উদাহারন দেই - Casey Neistat একজন জনপ্রিয় ইউটিউবার যার ৭.৬ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। তাকে বিভিন্ন সেমিনারে স্পিকার হিসাবে ডেকে নিয়ে যাওয়া হয় প্রতি সেমিনারে $25,000-$39,999 ডলার দিয়ে! লোকে সেগুলাও টিকেট কেনেই দেখতে যায় ফ্রি না!
এখন বলেন এইটা কি ধান্দাবাজি? সে সফল তো কেনো টাকা দিয়ে সেমিনার করে ফ্রি করে না কেনো? কারন বাইরের মানুষ জানে প্রত্যেক সফল মানুষের সময়ের মূল্য আছে। তারা টিকেট কিনে সেই সময়টার মূল্য দেয়।
তারা এরকম লেইম লজিক দেয় না - "যে টাকা দিয়ে টিকেট কেটে সেমিনারে জয়েন করতে হয় আরেহ এইগুলা তো অনলাইনে ফ্রি দিতে পারত এই বেটা ধান্দাবাজ"। এই রকম লেইম লজিক দেওয়া আমি শুধু বাংলাদেশে দেখলাম।
এখানে দেখি কেউ কেউ বলে-অনলাইনে ফ্রি দিচ্ছে সেইটাই তো ঠিক অফলাইনে টাকা দিয়ে কেনো, কর্পোরেট স্পুন্সর দিয়ে আনে না কেনো আমাকে টাকা খরচ করতে হবে কেনো ব্লা ব্লা ব্লা ......আরেহ ব্রাদার যার যদি প্রয়োজন মনে করলে সে টাকা দিয়ে সেমিনারে যাবে আর নাহয় অনলাইনে হাজার হাজার ফ্রি কনটেন্ট আছে সেই গুলা তেই সন্তুষ্ট থাকবে সেটা তো তার Need তার ব্যক্তি স্বাধীনতা।
এইরকম হাজার উদাহারন আছে। আমি এইখানে বাধ্য হয়ে বিদেশের উদাহারন দিলাম। যারা এইসবে ধারনা রাখেন ধরে নিচ্ছি এইগুলা জানার কথা। সেইটাই যদি বাংলাদেশে হয় আপত্তি কিসের ব্রাদার। আপনার এই লজিক -"টাকা দিয়ে সেমিনার মানেই ধান্দাবাজি" এইটা তো ভুল।
ইনাকে তো চেনেন?
Nick Vujicic
যেকোন সেমিনারে উনার স্পিকিং ফি $40,000-$74,999 ডলার!
আপনি এইটা বলতে পারেন -- অসফল ব্যাক্তিদের এইরকম টাকা দিয়ে ব্যবসা ধান্দাবাজি -- এইটা বললে ঠিক আছে। কিন্তু এইরকম পেইড সেমিনার যেখানে বিশ্বে প্রতিষ্ঠিত সেইখানে এক কথায় এটাকে বাতিলের খাতায় ফেলে দিলেন আপনি এইটা অন্যদের কিন্তু ভুল জিনিসটায় শেখানো হয়। আজ তারা একজন ধান্দাবাজের কারনে পরে সবাইকে এক কাতারে ফেলে মাপবে।
আশা করি আমি কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন। ধন্যবাদ।
প্রথম প্রকাশ আমার ব্লগ -নিশনামায়।
ঘুরে আসার আমন্ত্রণ রইলো!
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৪