এখন আর তোমার আমার আলাপ হয় না আগের মত,
এই নীল সাদার দুনিয়ায়
যেন ঠিক প্রথমবারের মত অপরিচিত।
পুরোনো আলাপনে আবিষ্কার করি
ভালো লাগাটুকু এখনো আছে তীব্রই!
কিন্তু কোথায় যেন সরে গেছি দূরে
তুমিও কি মনে ঠায় দিয়েছো কাউকে?
তাইতো এখন ভুতেরা আসে না খবর নিতে
হয়নি যে দেখা হবে হবে বলেও।
হয়তো সেটাই এখন ভালো মনে হবে,
তারপরও যে মনে কি যে টান রবে।
ভুলে যাওয়ার মত তোমার ছবিতে যত লাভ রিয়েক্ট,
কিংবা জানতে চাই এখনো কি আগের মত ছন্নছাড়া লাগে নিজেকে?
হয়ত নিজেকে গুছিয়ে নিয়েছো, খুঁজে পেয়েছো তোমার তুমিটাকে।
ঈর্ষান্বিত হব কিনা ভেবে পাই না,
তারপর আবার ভাবি তুমি ভালো থাকো,
যদিও আগের মত আলাপন নাই থাকুক।
ভালো থাকো তুমি,
তোমার মিস্টি হাসি, তোমার ওই পটলচেরা চোখ,
তোমার রংবেরঙ শাড়ি আর তোমার শাড়ির আঁচল,
তোমার খোলা চুল, আর তোমার খিউট হাসিটা!
ভালো থাকো তুমি, চাইনা কিছুই!
শুধু মাঝে মাঝে মনে পড়লে একটু মনে রেখো
লেখার সময় জুন ১৮, ২০১৭ -রাত ৯টা
প্রথম প্রকাশ - আমার ব্লগ নিশনামায়।
আমার ব্লগ ঘুরে আসার আমন্ত্রণ রইলো!
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২