১. আমরা প্রত্যেকেই অনেক অনেক টাকা কামাই করতে চাই, কিন্তু আমাদের লাইফের সবচেয়ে সেরা সময়টা আমরা পার করি যখন পকেটে ১০ টি টাকাও অনেক মহামূল্যবান (স্কুল লাইফ)।।
২. আমরা অনেকেই চাই দামি দামি ব্র্যান্ডের পোশাক পরতে, কিন্তু সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি যখন বাসায় সস্তা সাধারণ পোশাক পরা অবস্থায় থাকি।।
৩. আমরা প্রত্যেকেই চাই দামি দামি হোটেলে গিয়ে খাবার খেতে, কিন্তু সবচেয়ে বেশি উপভোগ করি যখন ফ্রেন্ডরা মিলে রাস্তার পাশে দাঁড়িয়ে টং অথবা ভ্যান গাড়ি থেকে কিনে খাই।।
৪. আমরা সবাই দামি দামি গাড়ি কিনতে চাই, বিলাসবহুল যাতায়াত বেবস্থা চাই, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে যখন নির্জন রাস্তায় বন্ধুরা মিলে হাঁটতে হাঁটতে গল্প করি।।
৫. আমরা সবাই চাই দামি মোবাইল কিনতে, আই পড, আই টাচ কিনতে। কিন্তু ভেবে দেখুন, মাঝে মাঝে রেডিওতে বাজা গানটি আপনার মনে কিরূপ শান্তি এনে দেয়।।
** জীবনটা আসলেই অনেক মজার, কিন্তু আমরা জটিল সব জিনিসের পেছনে দৌড়িয়ে এর সমীকরণকে আরো জটিল করে ফেলি।।
collected