১। সরকারি আমলা: আমি যেন মিনিস্টারকে নতুন একটা চুরির পথ বাতলে দিতে পারি।সাথে বা হাত আর একটু বড়................।
২। মিনিস্টার: আমি যেন ম্যাডামের/আপার সকল ভুল কাজকে ভাল বলে সুইস ব্যাংকে একটা একাউন্ট খুলতে পারি..............।
৩। শেখ হাসিনা: আল্লাহ এবছর যেন (অ)ছাত্রলীগ যেন কামড়া-কামড়ি না করে আর মিনিস্টিরদের অবৈধ ইনকাম যেন উইকিলিকসে না যায়.........
৪। খালেদা জিয়া: আমার চুল যেন আর না পড়ে।আর হাওয়া ভবনের বদলে যান একটা ঝড় ভবন তৈরি হয়।
৫। আওয়ামী ম্যংগো পিওপল: তেল, পিঁয়াজ এর দাম বাড়লেও হাসার ক্ষমতা লাভ করতে পারি আর হাসিনা আফার নো-বেল দেওয়ার জন্য চিৎকার করতে পারি।..................
৬। বিএনপি ম্যংগো পিওপল: পল্টন মেইন রোড বনধ করে জনসভা করার জায়গায় পাবলিক টয়লেট না থাকায় হরতাল এর ঘোষণা দিতে পারি আর .....।
৭। শিবির: এ বছর যেন রক্ত পাওয়ার নেশা মাথায় না উঠে........।
৮|ফিজিক্স এর ছাত্র : আমি যেন পাশ করে ব্যাংকের চাকরি পাই............।
৮।মাছ ব্যবসায়ী : মাছের মধ্যে ফরমালিন মিশিয়ে বেশি টাকা ইনকাম করে শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারি.........।
৯। টিন-ঢেউটিন এইজ মেয়ে: স্বল্প বসনায় নিজের লুক্কায়িত বিউটি আরও বেশি জাহির করতে পারি আর রাস্তা দিয়ে যাওয়ার সময় আংকেল,কাজিন,ফ্রেনডস,কলিগ,ড্রাইভার,রিকশাওয়ালা,ফকির,ইভটিজার সবার বাহবা পেতে পারি।....................।
১০। তরুন সমাজ: ভাত খাওয়ার পয়সা না থাকলেও যেন একটা ডি-এস-এল-আর ক্যামেরা কিনে ভাব মারতে পারি আর .............।
১১। আমি : প্রিয়তমা যেন নর্থ-সাউথ থেকে পাশ করে তাড়াতাড়ি বের হয় যাতে বিয়ে করতে পারি।কারন এখন বিয়ে করলে নর্থ-সাউথ এর সেমিস্টার বিল আমাকে দিতে হবে যা আমি চাই না।

শুভ নববর্ষ সবাইকে।হ্যাপি ব্লগিং।