হিন্দি জানাটা খারাপ না , যে কেউ যেকোনো ভাষা শিখতে পারে।কেউ যদি ভারতে বসবাস করতে চায় কিংবা ভারতীয় অফিসে কাজ করে কিংবা গান পছন্দ করে বা বুঝতে চায়, সে হিন্দি বলতে পারে তার কাছের মানুষের কাছে।কিন্ত কিছু মানুষ আছে যারা সবার সামনে (বিশেষ করে মেয়েরা মেয়েদের সামনে, ছেলেরা মেয়েদের সামনে ) হিন্দি বলতে পেরে খুব আনন্দ লাভ করে।তারা হিন্দি বলার জন্য বাহবা পেতে চায়।
আরও কিছু মানুষ আছে যারা পাবলিক প্লেসে ভারতীয় মানুষ(ইংরেজি জানে ও বলতে পারে) এর সাথে ইংরেজিতে কথা না বলে হিন্দিতে কথা বলে।এটা যখন বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতার আত্মীয় করে তখন লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।এতো হিন্দি বলার ইচ্ছা থাকলে তারা ভারতে থাকলেই পারে।
আজ আমাদের মা-বোনরা টিভি দেখে বাধ্য হয়ে হিন্দি গিলছে।কালকে আমার ছেলে-মেয়েরা বলবে, পরশু বলবে নাতি-নাতনীরা।তাদের বোঝানো দরকার বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার অনেক কষ্টে পাওয়া ভাষা।এই ভাষাকে তারা সম্মান না দিক যেনো অসম্মান না করে।