একসময় মনে হোতো েফসবুক ছাড়া একদিনও চলা সম্ভব না।কিন্ত দিব্বি সময় চলে যাচ্ছে।কিছু সুবিধাও পাচ্ছি । যেমন :
১ অবসর সময় অনেক বেড়ে গেছে।এখন অন্য অনেক কাজে মন দিতে পারছি যা আগে পারতাম না,
২ আগে সবসময় চন্চল থাকতাম এ্ই ভেবে যে কে কি কি মজার পোস্ট করেছে তা দেখার জন্য।(যার বেশির ভাগই ভুলে যেতাম কিছুক্ষন পর)
৩ েফসবুক এ শো-অফ দেখতে দেখতে নিজের মাঝেও তা প্রসারিত হচ্ছিলো।(নতুন মোবাইল,সুন্দরী প্রেমিকা,ব্ই প্রকাশনা,বেশি বেতন....।)
৪ নিজের মোবাইলের ইনটারনেট বিল ।
তারপরও েফসবুক মিস্ করি, মিস্ করি কিছু মজার পোস্ট,কিছু মজার ছবি,কিছু কাজের তথ্য,প্রিয় বন্ধুর আপডেট আর নতুন বন্ধুর আহবান