সে এক আশ্চর্য সময় এসেছিল আমাদের ইতিহাসে। এমন দুঃসময় আর কখনো আসেনি আর এমন সুসময় বোধ হয় আর কখনো আসবে না।
দুঃসময় তো বটেই কারণ বর্বর নিষ্ঠুর আঘাত বাংলার গ্রাম, গঞ্জ, নগর-বন্দরকে রক্তের স্রোতে ভাসিয়ে দিয়েছিল। কতো মা হারালো তার ছেলেকে, কতো বোন হারালো তার ভাইকে, কতো স্ত্রী হারালো তার স্বামীকে সেই ইতিহাস আমাদের কারোরই অজানা নয়। ৩০ লাখ শহীদের ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন পতাকা পেয়েছি। আমাদের কথা বলার ও মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। ওরা আমাদের শিখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে সংগ্রাম করতে হয়, কিভাবে ত্যাগ করে অন্যের মুখে হাসি ফোটাতে হয়-সুসময় আমি সে জন্যই বলছি।
১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যূত্থান, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের অনেক কথা আছেÑ সূর্যের আলোর যেমন শেষ নেই, পাখির গানের যেমন সীমা নেই, মুক্তিযুদ্ধের কথারও তেমন পরিসমাপ্তি নেই। এক একটি মুহূর্ত এক একটি মহাকাব্যের মতো।
১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের মানুষের জন্য একটি কালো অধ্যায়। প্রকৃত পক্ষে সেদিন থেকে শুরু হয়েছিল আমাদের ওপর বর্বর নিষ্ঠুরতা, শুরু হয়েছিল সম্মলিতভাবে অধিকার আদায়ের যুদ্ধ। পাকিস্তানি হানাদার বাহিনী অমানবিক অত্যাচার ও নিষ্ঠুর আঘাত করে থামিয়ে দিতে চেয়েছিল আমাদের শক্তিকে, সংগ্রামের উদ্দামকে, আমাদের একতাকে ...। কিন্তু তাই বলে বাঙালি জাতি থেমে থাকেনি। বলিষ্ঠ হাতে সব বাধা ভেঙে, সব অত্যাচারকে পেছনে ফেলে এ দেশের সন্তানরা এগিয়ে চলেছিল সেই দোসরদের বিরুদ্ধে।
ভাবতে খুব অবাক লাগে- আমাদের ছিল না ওদের মতো উন্নত অস্ত্র, ছিল না পেটে দুমুঠো অন্ন, যুদ্ধ করার মতো পর্যাপ্ত ট্রেইনিং তারপরও যে যেভাবে পেরেছে, যে অবস্থানে ছিল সেখান থেকে চেষ্টা করে স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে এনেছে। সেদিনের সেই কালো আগুনে পুড়েছিল কৃষকের ঘর, বুদ্ধিজীবীদের ঘর, অত্যাচারে ক্ষত জর্জর হয়েছিল শিশু-বৃদ্ধ সবাই। অবশেষে নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতার সূর্য কিরণছটায় এ দেশের মাটি নতুন করে আলোকিত হলো। পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পন করলো আমাদের বীরত্বের কাছে, মনোবলের কাছে।
এতো কষ্ট ও ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা ... স্বাধীনতা আমাদের আক্ষরিক স্বীকৃতি দিয়েছে, নিজের ভাষায় কথা বলার অধিকার দিয়েছে, মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে কিন্তু এ স্বাধীনতাকে আমরা কতোটুকু মূল্যায়ন করতে পেরেছি? আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, দ্বন্ধ, দুর্নীতি, অস্থিরতা বেড়েই চলেছে। প্রতিনিয়ত আমরা নিজেদের স্বার্থে ছুটে চলেছি। লড়াই করে চলেছি একে অন্যের বিরুদ্ধে। ছুটে চলেছি বিরামহীনভাবে এক অজানা মোহের দিকে। ভুলে গিয়েছি আমরা আমাদের শপথকে, ভুলে গিয়েছি আমাদের মহান মুক্তিযোদ্ধাদের অশ্রুকে, রক্তকে, তাদের ত্যাগকে। যে ত্যাগ দিয়ে আমাদের স্বাধীনতার ইতিহাস করেছি, যে রক্ত দিয়ে আমরা কথা বলার অধিকার পেয়েছি, তবে আর কেন? এখন কিসের জন্য কার জন্য লড়ছি? কবে আমাদের এ মৃত্যু মৃত্যু খেলা শেষ হবে? কবে ক্ষমতা দখলের প্রতিযোগিতা শেষ হবে? কবে অস্ত্রের ঝনঝনানি বন্ধ হবে? কবে আমরা নিরাপদ একটি জীবন পাবো?
যেসব মুক্তিযোদ্ধা আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমি আর হতাশার কথা বলবো না। স্বাধীনতা অর্জন আমাদের আর করতে হবে না। আমাদের কর্তব্য সেই স্বাধীনতাকে রক্ষা করা। আমাদের সুন্দর একটা দেশ আছে। সবুজের বুকে লাল সূর্যের চমতকার একটি পতাকা আছে। আমাদের বলিষ্ঠ দুটো হাত আছে। এখনো আমাদের চোখে স্বপ্ন আছে, সাধ আছে, সাধ্য আছে। আমরা আমাদের সেই চোখ দিয়ে, স্বপ্ন দিয়ে, বলিষ্ঠ দুটো হাত দিয়ে নিজেদের স্বার্থ ভুলে গিয়ে এখনো স্বাধীনতার পতাকা আরো শক্ত করে ধরতে পারি। আমাদের ইচ্ছাকে, শক্তিকে কাজে লাগাতে পারি। ব্যর্থতার গ্লানি দূর করে সুন্দর দেশ গড়ে তুলতে পারি ... এই হোক বিজয় দিবসে আমাদের আজকের অঙ্গীকার।
আলোচিত ব্লগ
ইন্টেরিম সরকারের শেষদিন : গঠিত হতে যাচ্ছে বিপ্লবী সরকার ?

ইরাক, লিবিয়া ও সিরিয়াকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার আন্তঃদেশীয় প্রকল্পটা সফল হতে অনেক দিন লেগে গিয়েছিল। বাংলাদেশে সে তুলনায় সংশ্লিষ্ট শক্তিসমূহের সফলতা স্বল্প সময়ে অনেক ভালো। এটা বিস্ময়কর ব্যাপার, ‘রাষ্ট্র’... ...বাকিটুকু পড়ুন
বিচার চাই? না ভাই, আমরা "উল্লাস" চাই

দীপু চন্দ্র দাস একটি পোশাক শিল্প কারখানায় চাকরি করতো। সম্প্রতি দীপু দাস তার যোগ্যতা বলে সুপার ভাইজার পদে প্রমোশন পেয়েছিলো।
জানা যায়, সুপারভাইজার পজিশনটির জন্য আরও তিনজন প্রতিদ্বন্দ্বী ছিলো... ...বাকিটুকু পড়ুন
মব সন্ত্রাস, আগুন ও ব্লাসফেমি: হেরে যাচ্ছে বাংলাদেশ?

ময়মনসিংহে হিন্দু সম্প্রদায়ের একজন মানুষকে ধর্মীয় কটূক্তির অভিযোগে পুড়িয়ে মারা হয়েছে। মধ্যযুগীয় এই ঘটনা এই বার্তা দেয় যে, জঙ্গিরা মবতন্ত্রের মাধ্যমে ব্লাসফেমি ও শরিয়া কার্যকর করে ফেলেছে। এখন তারই... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতার নামে মব সন্ত্রাস

ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ধর্মের নাম ব্যবহার করে সংঘটিত দলবদ্ধ সহিংসতার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে তৌহিদি জনতা পরিচয়ে সংঘবদ্ধ হয়ে... ...বাকিটুকু পড়ুন
মুখ গুজে রাখা সুশীল সমাজের তরে ,,,,,,,,

দুর্যোগ যখন নামে আকাশে বাতাশে আগুনের ধোঁয়া জমে
রাস্তা জুড়ে কখনো নীরবতা কখনো উত্তাল প্রতিবাদের ঢেউ
এই শহরের শিক্ষিত হৃদয়গুলো কি তখনও নিশ্চুপ থাকে
নাকি জ্বলে ওঠে তাদের চোখের ভেতর নাগরিক বজ্র
কেউ কেও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।