তোমাকে পড়তে চেয়েছিলাম
আমার হাতের আঙুলের ফাঁকের শূন্যস্হান দিয়ে।
তপ্ত রোদের একপ্রান্তে ছোট শীতলতা দিয়ে
আবার সমস্ত এলোমেলো মন খারাপের দিনের পর
যখন একটি শান্ত দিন যায় তখন
আমার পাশে থাকা একটা হাতের কথা ভেবে,
যেটা আমাকে সবসময় আকড়ে থাকবে।
তোমার আকাশটা জুড়ে বোধহয়
অনেক মেঘ থাকে
কিন্তু বৃষ্টি হয়ে ঝরে না সেই অভিমানগুলো
সেই নির্লিপ্ততাকে আমি আমার কাছে এনে
আমার মনের উষ্ণতা দিয়ে
ঠিক ঘনীভুত করে বৃষ্টি নামাতে চাই।
আমি তোমাকে বুঝতে চাই
বুঝাতে চাই,
ভাবতে চাই,ভাবাতে চাই
আর একটা কথাই বলতে চাই
তুমি যেমন -তেমনই তুমি আমার।
আমার মনের মধ্যে তোমার যেই প্রতিচ্ছবিটা
সেটা আমার চোখের জলের আয়নাতেই প্রতিফলিত হয়
কখনও সেই জল কষ্টের, আর বেশির ভাগ সময়ই আনন্দের
কাউকে নিজের ভাবতে পারার সেই আনন্দটা-শুধু যে পায়, সেই জানে।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১১ সকাল ৮:১০