মো: আরাফাত ইসলাম নিলয়
খুব ভোর, দক্ষিণের বাতাসে ভেসে আসা লাশের গন্ধ।
ঠা ঠা আওয়াজে সন্ত্রস্ত চারিদিক।
এরই মাঝে হাত টেনে ধরে প্রেয়সীর বাধা।
কোথায় যাচ্ছো এত ভোর করে?
ছয় মাসের বাচ্চাটাকে একা ঘরে রেখে?
তাকিয়ে মুখপানে, প্রেয়সী কি অবুঝ তুমি?
পাও না হাহাকারের শব্দ, বিবস্ত্র নারীর ক্রন্দন, শিশু লাশের গন্ধ?
হুম পাই, তাতে কি?
হাহাহা, এমন উন্মাননা কেন তুমি?
পরাধীনতার শেকলে আবদ্ধ তোমারও শিশু সহস্র , স্বাধীন ভবিষ্যৎ
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২