কুয়াশার চাদর মুড়ি দিয়ে শীত এখন দোরগোড়ায়। খুব সকালে কিংবা ভোরে শীতের আমেজ বেশ অনুভূত হচ্ছে। সেই সঙ্গে ত্বক এক চুলে জানান দিতে শুরু করেছে শীতের আগমনী বার্তা।
শীতের প্রকৃতির মতো ত্বক এবং চুলও আর্দ্রতা হারিয়ে হয়ে পড়ে মলিন। এজন্য শীতে প্রয়োজন বাড়তি যত্নের।
শীতের সময়ে বাতাসে আর্দ্রতা কমে যায়। ফলে চুল খুব দ্রুত ময়েশ্চার হারিয়ে ফেলে। এছাড়া এ সময়ে শীত থেকে বাঁচতে আমরা রোদে যাই, গরম পানি দিয়ে গোসল করি। এতে চুল রুক্ষ হয়ে যায়। শুধু তাই নয়, এ সময়ে চুল পড়া, চুলের আগা কাটা, খুশকি ইত্যাদি সমস্যাও বেড়ে যায়।
>শুষ্ক চুলের জন্য উপকারী মাইল্ড শ্যাম্পু। শ্যাম্পুর সঙ্গে সমপরিমাণ পানি মিশিয়ে আঙুলের ডগার সাহায্যে চুলের গোড়ায় লাগান। আস্তে আস্তে ঘষে চুল ধুয়ে দ্বিতীয়বার পুরো চুলে শ্যাম্পু লাগান।
> শুষ্ক চুলে নিয়মিত কন্ডিশনার লাগাতে হবে। প্রোটিন ও অয়েলসমৃদ্ধ কন্ডিশনার ব্যবহার করুন। রুক্ষ চুলে শ্যাম্পু করার পর ক্রিম কন্ডিশনার উপকারী
> হট অয়েল ম্যাসাজ শুষ্ক চুলের জন্য অত্যন্ত উপকারী। নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে ফুটিয়ে ঠাণ্ডা করুন। হালকা গরম থাকতে তুলার বলের সাহায্যে চুলে বিলি কেটে গোড়ায় গোড়ায় লাগান। তারপর হালকা হাতে ম্যাসাজ করুন।
> এবার গরম পানিতে তোয়ালে ভিজিয়ে পানি নিংড়ে মাথায় পেঁচিয়ে রাখুন। পাঁচ মিনিট রেখে এভাবে তিনবার করুন। এতে চুলের গোড়ায় সহজে তেল প্রবেশ করে।
> সম্ভব হলে সপ্তাহে একদিন অন্তত শুষ্ক চুলে ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্ট করা উচিত।
> একটি ডিমের সঙ্গে একটি লেবুর রস, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ গ্লিসারিন, ১ টেবিল চামচ বাদাম
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২০