
বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমী অকাল প্রয়াত সংস্কৃতিকর্মী জগলুল আলমের মৃত্যুকে স্মরণ করে আজ সন্ধ্যা ৭.০০ টায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে "জগলুলের জন্য আমরা" শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে থাকছে কবিতা ও গান, জগলুলের কর্মময় জীবনের উপর আলোকপাত করে তথ্যচিত্র "এক জীবনে অনেক জগলু" বিভিন্ন নাট্যদল ও আবৃত্তি সংগঠনের জন্য জগলুল আলমের করা আবহসঙ্গীত এবং তার নিজের সুরারোপিত গানের পরিবেশনা। পরিবেশনায় থাকছে প্রাচ্যনাট।
জগলুল আলম দীর্ঘদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে গত ১১ মে ২০০৮ মৃত্যুবরণ করেন।তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর। মঞ্চ ও টিভি দুই মাধ্যমেই তাঁর সমান বিচরণ ছিল। আবৃত্তি জগতেও ছিল তাঁর সমান পদচারণা। আবৃত্তি প্রযোজনায় লাইভ মিউজিকের প্রয়োগ তিঁনিই সর্বপ্রথম করেছিলেন।
মৃত্যুর আগে হুমায়ুন আহমেদের নতুন ছবি "আমার আছে জল"-এর সঙ্গীত পরিচালনা এবং অনিমেষ আইচের একটি নাটকের সঙ্গীত করছিলেন জগলুল।
তিনি কাজের স্বীকৃতিস্বরূপ থিয়েটার প্রবর্তিত "জাকারিয়া পদক" নাট্যধারা প্রবর্তিত "তনুশ্রী পদক", থিয়েটারওয়ালা পত্রিকার সোলায়মান মেলা সম্মাননাসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন। ঢাকা পদাতিকের মাধ্যমে তাঁর নাট্যচর্চা শুরু। সর্বশেষ তিনি থিয়েটারের সদ্স্য ছিলেন। এ দলে তিনি "ছয় বেহারার পালকি" নামে একটি নাটকের রচনা ও নির্দেশনা দেন। নিজের ঘরেই তিনি একটি স্টুডিও তৈরি করেছিলেন। সেখানেই নিয়মিত নাটক ও বিজ্ঞাপনচিত্রের মিউজিক করতেন।
আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ।