আজ আরও কিছু সফটওয়্যার নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আজকের প্রায় সবগুলো সফটওয়্যারই ফালতু। তারপরও দিলাম। অনেকের কাছে সফটওয়্যারগুলো নতুনও হতে পারে। যতদূর মনে, আজকের সফটওয়্যারগুলোর বেশিরভাগের সাথেই আপনারা পরিচিত। তারপরও যাদের জানা নেই, তাদের জন্যই এই আয়োজন।
কিছু নতুনত্ব আনার চেষ্টা করব।

শুরু করছি তাহলে........
Error Repair Professional v4.06
===============================
যদি আপনি হন(হয়ে তো আছেনই


এই সফটওয়্যারটি ফ্রিওয়্যার নয়। তারপরও আমি আপনাদেরকে এটির ফুল ভার্সনই দিচ্ছি। সফটওয়্যারটি ডাউনলোড করতে হলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।
"Error Repair Professional v4.06"
*.জিপ ফরম্যাটে থাকা এই ফাইলটির সাইজ মাত্র ১.২৩ মেগাবাইট।

"Folder Highlight v2.0"
====================
একই রঙের ফোল্ডার দেখতে দেখতে অতিষ্ট হয়ে উঠেছেন? রাঙিয়ে নিতে চান আপনার ফোল্ডারগুলোকে? "Folder Highlight v2.0" সফটওয়্যারটি ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ফোল্ডারগুলির রঙ পাল্টে ফেলতে পারবেন। বুঝতে না পারলে নিচে দেওয়া ছবিটি দেখুন তো, কিছু বুঝতে পারেন নাকি.............


আরও কিছু বলতে হবে? যা দেখলেন উপরের ছবিটিতে, সেটাই এই সফটওয়্যারটির বৈশিষ্ট্য। আলাদাভাবে বর্ণনা করার মত কিছু নেই। এটিও কোন ফ্রিওয়্যার সফটওয়্যার নয়। কিন্তু আমি এই ক্ষেত্রেও এটির ফুল ভার্সন দিয়ে দিয়েছি।
কিভাবে করবেন এই কাজ? নিচের ছবিটি দেখুন.......


বুঝলেন তো? ভালো লেগেছে? ডাউনলোড করতে চাইলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।
"Folder Highlight v2.0"
এই ফাইলটিও *.জিপ ফরম্যাটে আছে। সাইজঃ ২.১৩ মেগাবাইট।
"Smart NTFS Recovery v4.3"
=============================
এটির নামেই পরিচয়। এটি একটি রিকভারি সফটওয়্যার।
যারা ভুলের কারণে কিংবা ভাইরাসের কারণে তাদের পিসির ফাইল হারিয়েছেন(ড্রাইভ অবশ্যই থাকতে হবে "NTFS" ফরম্যাটের), বিশেষ করে যে ড্রাইভে করা হয়েছিল অপারেটিং সিষ্টেম ইনষ্টল, সেই ড্রাইভের যা কিছু হারিয়ে থাকুন না কেন, আপনাকে ফিরে এনে দেবে এই রিকভারি সফটওয়্যার। অতি কার্যকরী। এর বিকল্প হিসেবে অনেক সফটওয়্যার পাওয়া যায়। তারপরও, কয়েকটির কার্যক্ষমতা তুলনা করে আমার কাছে এটিই ভালো লেগেছিল জন্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। দেখুন, আপনাদের কাছেও ভালো লাগে কি না। তবে, এই সফটওয়্যারটি ব্যবহার করার ক্ষেত্রে একটি শর্ত আছে। আপনি যে ড্রাইভের ফাইল পুনরায় উদ্ধার করতে চান, সেই ড্রাইভটি অবশ্যই হতে হবে "NTFS" ফরম্যাটের। মানে, যে সময়ের ফাইল আপনি ফিরিয়ে আনতে চাচ্ছেন, সে সময় যদি ড্রাইভটি "NTFS" ফরম্যাটে থেকে থাকে, তাহলে আপনি নিশ্চিতভাবে ফাইল ফিরে পাবেন। এই ক্ষেত্রে "Smart "NTFS" Recovery v4.3" সফটওয়্যারটি ৯৯.৯৯% নিশ্চয়তা(ফাইলের অবস্থা অনুসারে। যদি ফাইলের অবস্থা খুব দুর্বল হয়, তাহলে এই নিশ্চয়তা কার্যকর নয়। এটাই হচ্ছে সফটওয়্যারটির কথা।) দিয়ে থাকে। অন্যান্য ফরম্যাটের ড্রাইভের ফাইলও ফিরিয়ে আনতে পারে এই সফটওয়্যারটি। তবে এই ক্ষেত্রে এরা পুরো নিশ্চয়তা দেয় না। যেটা দিয়ে থাকে "NTFS" ফরম্যাটের ক্ষেত্রে।
যদি সফটওয়্যারটির প্রয়োজন বোধ করেন, তাহলে নিচে দেওয়া লিংক থেকে ক্লিক করে ডাউনলোড করে নিন। এটি ফ্রিওয়্যার নয়, তবে ফুল ভার্সন দেওয়া হয়েছে।

"Smart NTFS Recovery v4.3"
এই ফাইলটিও *.জিপ ফরম্যাটে আছে। সাইজঃ ২.৬৩ মেগাবাইট।
"Thoosje Vista Sidebar 2.5"
===========================
যদি আপনি চান এক্সপিতে ভিসতার স্বাদ গ্রহণ করতে, তবে সেক্ষেত্রে একটি জিনিস অবশ্যই লাগবে। সেটা হল, ভিসতাতে যে সাইডবারটি দেওয়া থাকে সেটি কিংবা সেটির বিকল্প। এই জিনিসটি ছাড়া আপনি আপনার এক্সপিতে যতই ভিসতার থিম দিয়ে ভিসতার মত ভাবার চেষ্টা করুন না কেন, কোন লাভই হবে না। কারণ, ভিসতার একটি অপরিহার্য অংশ হল এই সাইডবার।
আপনার ইচ্ছায় পরিপূর্ণতা আনার জন্য আছে "Thoosje Vista Sidebar 2.5" সফটওয়্যারটি। অবশ্যই এটি একটি ফ্রিওয়্যার সফটওয়্যার। এবং এটির জন্য আপনার পিসি মোটেও স্লো হবে না। সাধারণতঃ যে অভিযোগটি কিছু সংখ্যক মানুষ করে থাকেন অন্যান্য সাইডবারের ক্ষেত্রে। অভিযোগসমূহ এই সাইডবারটির ক্ষেত্রে কার্যকর নয়। কাজেই, আপনি নির্দ্দিধায় এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। নিজের মনের মত করে সাজিয়ে নিন আপনার সাইডবারটিকে।

ডাউনলোড করতে চাইলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।

"Thoosje Vista Sidebar 2.5"
এই ফাইলটিও আমি *.জিপ ফরম্যাটেই দিয়েছি। সাইজঃ ৬.৮১ মেগাবাইট।
"WinSnap v3.1.3"
====================
এতোক্ষণ যে সকল সফটওয়্যারের কথা বললাম, সেগুলো যদি আপনাদের কাছে ভালো না-ও লেগে থাকে, তাহলে এটি লাগতে পারে। যদি এই সফটওয়্যারটির প্রয়োজন আপনার থাকে। আপনার পিসির ডেস্কটপের স্ক্রীনশট নেওয়ার জন্য আছে এই সফটওয়্যারটি। সব উইন্ডো এবং সবরকমভাবেই স্ক্রীনশট নিতে পারবেন এই সফটওয়্যারটির দ্বারা।
স্ক্রীনশট নেওয়ার আরও অসংখ্য পদ্ধতি আছে, সফটওয়্যার আছে। যাদের জানা নেই কিংবা যারা প্যাঁচমার্কা কিছু সফটওয়্যার ব্যবহার করতে অভ্যস্ত নন, মূলতঃ তাদের জন্যই এই সফটওয়্যারটি।
স্ক্রীনশট নেওয়ার জন্য উইন্ডোজ ভিসতাতেই একটি অপশন দেয়া হয়েছে। "Snipping Tool" নামে। এছাড়া আছে স্ক্রীনশট নেওয়ার জন্য আরও একটি উপায়। যে উইন্ডোর স্ক্রীনশট নিতে চান, সেই উইন্ডোটি ওপেন করা অবস্থায় আপনার কি-বোর্ড থেকে "Print Screen Key" কি'টি চাপুন(পুরো ডেস্কটপের স্ক্রীনশট নেয় এই পদ্ধতিতে।)। এরপর যেকোন ফটো এডিটিং সফটওয়্যার, যেমন ফটোশপে গিয়ে পেষ্ট করুন। আপনি আপনার শটটি পেয়ে যাবেন। এরপর যেটুকু স্থানের শট আপনার প্রয়োজন, সেটুকু কেটে নিতে হবে।
আর যদি এই সফটওয়্যারটি ব্যবহার করে স্ক্রীনশট নেন, তাহলে আপনার আছে অবাধ স্বাধীনতা। যেকোন সাইজের, যেকোন স্থানের, যেকোন উইন্ডোর(পুরো উইন্ডো) কিংবা, পছন্দানুযায়ী যেকোন নির্দ্দিষ্ট স্থানের স্ক্রীনশট নিতে পারবেন এই সফটওয়্যারটি দিয়ে। কোনরূপ আলাদা কষ্ট করে এডিট করতে হবে না। এখন আপনার ইচ্ছে।



ডাউনলোড লিংক নিচে দেওয়া হল।
"WinSnap v3.1.3"
*জিপ ফরম্যাটের এই ফাইলটির সাইজঃ ১.৭৯ মেগাবাইট।
"বাংলা ডিকশনারি"
==================
এবার একটু অন্যরকম ব্যাপার।
এটি একটি "English to bengali and english" ডিকশনারি। আবার এর উল্টো হিসেবেও ব্যবহার করতে পারেন। অনেকের জন্যেই দরকারি একটি জিনিস হতে পারে।
একবার খুললেই বুঝতে পারবেন, এটি কি করে ব্যবহার করতে হয়। প্রায় ১৮০০০ এর ওপরে শব্দ আছে এতে। খুব কম হয়তো। কিন্তু আপাতদৃষ্টিতে আমার দেখা এখন পর্যন্ত মোটামুটি ভালো একটি ডিকশনারি। এরপরের বার চেষ্টা করব, এর চাইতে ভালো কোন ডিকশনারি দেওয়ার জন্য। আপাততঃ এটি দিয়েই কাজ চালাতে থাকুন। দেখুন, কেমন লাগে।

"বাংলা ডিকশনারি"
*.জিপ ফরম্যাটে থাকা এই ফাইলটির সাইজঃ ২.৪৬ মেগাবাইট।
============================================
একটি ছোট কথাঃ এই ডিকশনারিটি হয়তো আমার এখানে দেওয়া ঠিক হচ্ছে না। কোথায় যে পেয়েছিলাম, সেটা আমি নিজেই ভুলে গিয়েছি। নয়তো এই ডিকশনারিটি যিনি কষ্ট করে তৈরি করেছেন(মোঃ ওয়ালিউল ইসলাম মন্ডল), তাঁর কাছ থেকে অনুমতি নিতাম এখানে দেওয়ার জন্য। দুঃখ প্রকাশ করছি..... অনুমতিহীনভাবে এটি এখানে প্রদান করার জন্য।
সবাই সদা-সর্বদা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।



সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২১