মাঝে মাঝে বিভিন্ন প্রয়োজনে গুগল ট্রান্সেলেটরের হেল্প নিতে হয়। তো সেটা নিতে গিয়ে বেশ কিছু মজার অনুবাদ নজরে আসলো। তাই সবার সাথে শেয়ার করলাম জাস্ট মজা করার জন্য, কারণ আজকাল মানুষই মানুষের কথা বুঝে না, আর গুগল তো নিষ্প্রাণ মেশিন মা্ত্রঃ .............
১। গোল কর না গোল কর না ছোটন ঘুমায় খাটে
-- If you do not score goals, do not sleep on the bed Soton
২। আমি বলছি না ভালোবাসতেই হবে
-- I do not mean to be bhalobasatei
৩। উচিত কথার ভাত নাই।
-- Rice should not talk.
৪। ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত
-- And phutuka spring flowers phutuka
৫। তা আর হয় না মিয়া, তা আর হয় না
-- Mia is not it, is it not
৬। আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম
-- Before you knew it, but I wanted to head
৭। ভাত দে হারামজাদী,নইলে মানচিত্র খাবো।
-- De haramajadi rice, otherwise we will map.
৮। বৃষ্টি পড়তেছে / বৃষ্টি পরতেছে
-- Rain parateche
৯। আনা দরে আনা যায় অনেক আনারস
-- Many can be brought at the Pineapple
১০। সেই থেকে তার দক্ষিনের জানালা বন্ধ।
-- From the windows of the south.
১১। পড়েছি মোগলের হাতে , খানা খেতে হবে সাথে।
-- Though the hands of the Mughals, to the ditch to eat.
১২। আমি কি তোমার পাঁকা ধানে মই দিয়েছি?
-- I have given you a mature rice ladder?
১৩। ভালোবাসিয়া গেলাম ফাসিয়া
-- I bhalobasiya phasiya
১৪। গুগল ট্রান্সেলেটর একটা জিনিস মাইরি!
-- Google transeletara marry a thing!
১৫। পাট ও পাঠার গন্ধে কুবেরের ঘুম আসিলো না
-- The smell of jute and send asilo not mean to sleep
১৬। মুড়ি খাও
-- Eat turnover
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩