কিছু কিছু মানুষের জন্মই হয় সম্ভবত আরেকজনকে মুগ্ধ করার অসীম ক্ষমতা নিয়ে।
আর কিছু মানুষ আছে যাদের মুগ্ধ হওয়ার ক্ষমতা আবার অসীম। এরা হুটহাট করেই
মুগ্ধ হয়ে যায়। মুগ্ধতা ব্যাপারটা তথাকথিত ১-৪-৩ থেকে একটু অন্যরকম, একবার মুগ্ধ
হলে এই মুগ্ধতা কাটিয়ে উঠা শুধু কঠিনই নয়, অসম্ভব বলা যেতে পারে...
ক্ষেত্রভেদে মুগ্ধ হবার ব্যাপারগুলা অবশ্য একটু ভিন্নঃ
কেউ হয়তো আরেকজনের বিরতিহীন কথার ঝুড়িতে মুগ্ধ হতে পারে,
আবার কেউ হয়তো আরেকজনের হাসিতে মুগ্ধ হতে পারে। কারো বাঁকা চাহনিও
মুগ্ধতার কারণ হতে পারে... কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কারও কারও কান্নাও আপনাকে মুগ্ধ
করার ক্ষমতা রাখে...
কিন্তু সবচেয়ে ভয়ংকর ব্যাপারটা ঘটে তখন,যদি আপনি বুঝতেই না পারেন যে
কখন , কিভাবে এবং কেন মুগ্ধ হলেন... এইই মুগ্ধতা নীরবঘাতক...ভয়ংকর...!!!
আপনি হয়তো অক্সিজেন ছাড়া দুই মিনিট থাকতে পারবেন... কিন্তু অদ্ভুত ক্ষমতা
সম্পন্ন এই মানুষগুলার সামনে দুটো পলকও ফেলতে পারবেন না, তার আগেই আপনাকে
মুগ্ধ করে ফেলবে...
কী ভয়ংকর!!! সে এক ভয়ংকর মুগ্ধতা...
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১০