"বন্ধুত্ব" , দুটো যুক্তাক্ষর ব্যাবহারিত একটা সহজ শব্দ। কিন্তু, শব্দটির শানে নজুল যে কতটা ব্যাপৃত তা কি একটি রচনা লিখেও ব্যাখ্যা করা সম্ভব??? আমার মতে না।
অনেকেই "বন্ধুত্ত্বের" অনেক মুখরোচক বর্ণনা দিতে পারবেন, কিন্তু এটা কি মহাকাশের মতই ব্যাপৃত না??? এর সঠিক সংজ্ঞা কি আমার জানা নেই। আপনার জানা থাকলে অবশ্যই জানাবেন। আমি দীর্ঘ প্রতিক্ষার প্রস্তুতি নিলাম।
জীবনের এমন মুহূর্তে, যখন সব বাতি নিভে যায়, তখন দেশলাই আর হাতের কাছে খড়কুটা নিয়ে যে মানুষটি আপনার সামনে বাতি জ্বালিয়ে দেবে, আমার মতে সেই বন্ধু। অন্ধকারের কথা জানতে পেরে হাতের কাছে যা আছে, তাই নিয়েই তারা ছুটে আসবে। যার সবচেয়ে জ্বলন্ত উদাহরন আমার মতে মা, বাবা। জগত প্রত্যাখ্যান করলেও এই দুই বন্ধু কিন্তু আছে। সময়ের আগে যারা এই অমূল্য বন্ধুর সান্নিধ্য হারিয়েছেন, তারাই হয়তবা আমার এই কথাটির প্রকৃত অর্থ বুঝবেন। সময় থাকতে থাকতে এদের শূকরীয়া আদায় করে নিন। পরে সুযোগ নাও পেতে পারেন।
এদের পরেও কিছু বন্ধু থাকে। যাদের আমি বলি শান্তির শেষ নিঃশ্বাস। কল্পনা করে দেখুন তো, আপনি যদি জানতে পারেন আগামী ১ মিনিট আপনাকে দম বন্ধ করে থাকতে হবে, তখন আপনি বাঁচার জন্য দম নেবেন। কষ্ট করে হলেও ফুসফুসের কোনায় কানায় ছড়িয়ে দিতে চাইবেন অক্সিজেন। ১ মিনিট পর দম ফেলে যে দমটি আপনি নেবেন, ওইটাই "বন্ধুত্ব"।
উপরআলার অনেক অনেক শুকরীয়া যে আমি আমার জীবনে অনেক বন্ধু পেয়েছি। হাতেগোনা কিছু আছে, যাদের কাছে আমি ফ্রেশ অক্সিজেনের সাথে তুলনা করি। বেঁচে থাকার ও আজকের পর্যায়ে মাথা তুলে দাঁড়ানোর শক্তি আমি তোদের কাছ থেকেই পেয়েছি।
"হ্যাটস অফ টু ইউ গাইজ।"
আমার জীবনে যুক্ত হবার জন্য আমি কি তোদের ধন্যবাদ দেব? নাকি ধন্যবাদ দেব উপর তালার সুতো ধরা মহান শক্তিকে??? আমার কাছে উত্তর নেই। প্রতিবার এই তৃষ্ণার্ত আমি জনে জনে পানি চেয়েছি। কেউ দিয়েছে বিষ, কেউবা দিয়েছে কালবৈশাখী ঝড়ের পরবর্তী স্বস্তি। আমি ধন্যবাদ দেবনা তোদের, ধন্যবাদ দেব আমার জীবনের খরতাপ প্রখরিত সূর্যকে। যে আমায় না পুড়ালে তোদের ছায়া খুঁজে পেতাম না।
কারো নাম নেব না। ওই দিন রাত্র্যে যারা আমার সাথে ছিলি, তাশ খেলার নিছক অভিনয়ে যারা আমার মনে উঁকি দিয়েছিলি, আজ বিকালে আমার সাথে সামান্য কৌতুকে প্রাণ খুলে হেসেছিলি, আমার ফোন বন্ধ দেখে নিজের ঘুম হারাম করেছিলি । তোদের ধন্যবাদ। আমার জীবনে থাকার জন্য তোদের অসংখ্য বার ধন্যবাদ। পাশে থাকিস, আমিও থাকব। অক্সিজেনের অভাব পড়লেই চলে আসিস। পুরো কারখানা নিয়ে হাজির হব আমি।
কান্না আমায় করেনি মহান,
মহান করেনি মৃত্যুমুখী প্রান,
যদিবা কভু পথ ভুলে ঘুরি
জানি তোরা দিস ছায়া অবিরাম।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১২ রাত ৮:২৯