এলো মেলো ভাবনা থেকে বলছি,,
চোখ বুঁজে দেখ,স্বপ্ন দেখতে পাও কিনা? পা বাড়িয়ে দেখ,পথ খুঁজে পাও কিনা? মনকে প্রশ্ন করে দেখ, কাঊকে ভালবাস কিনা?হাত বাড়িয়ে দেখ,কেঊ প্রেম ভিক্ষা দেয় কিনা,,?
এই অল্প সময়ে যদি চাই আগুন ফুলের পাঁপড়ি, জোড়া প্রজাপতির নাচ, সবুজ ঘাসফড়িং আর এক জন থমকে থাকা মানুষ।খুব বেশি চাওয়া হয়ে যায় কি?নীড়া তুই কই? বেচে আছিস নাকি পটল তুলেছিস,,,,,
পাখির ডানায় স্বপ্ন দেখ, তারার আলো গাঁয়ে মেখ,পথের ধুলায় দৃষ্টি রেখ,যখন তখন ঊড়তে শেখ, অলস রঙিন কাব্য লিখ,ইচ্ছে হলে মনে রেখ,,
রঙিন ওড়না দিয়ে হয়ত আবার তুমি চোখ আড়াল করবে,কিন্ত হয়ত তখন অন্য কেঊ থাকবে যে তোমার ওই আড়াল করে চোখের ভাষা বুঝবে না।
চাঁদ কাঁদবে রাত্রির জন্য,সূর্য কাঁদবে দিনের জন্য,মানুষ কাঁদবে টাকার জন্য,চোখ কাঁদবে দেখার জন্য,তুমি কাঁদবে আমার জন্য,,?
অদ্ভুত কিছু স্বপ্ন, অজানা কিছু অনুভূতি, অসম্ভব কিছু ভাল লাগা,হয়তোবা হারিয়ে যাওয়ার ভয়,একাকিত্বের নীরবতা,,তারপরও দূরত্ব যতই হোক আমাদের বন্দুত্ব রবে অটুটো।
আমার স্বপ্নের রানী তুমি, তোমার দুঃস্বপ্নের রাজপূত্র আমি। আমার গপ্লে নায়িকা তুমি, তোমার গপ্লে অদৃশ্য আমি,আমার কবিতায় শেষ লাইন তুমি,তোমার কবিতায় কোথাও নেই আমি,,,,
প্রতিটি মনের কিছু স্বপ্ন থাকে,প্রতিটি চোখের কিছু ভাষা থাকে, প্রতিটি নিঃসঙ্গতার কিছু কথা থাকে, এমন কেঊ কি আছে আমার এই সিঃসঙ্গ জীবনের সাথী হবে?
তুই কেমন করে যাবি, পা বাড়ালেই পায়ের ছায়ায় আমাকে তুই পাবি।তবু তুই বলিস যদি, যেই দেখবি তোর সম্মুখে পথ নাই।
আরো স্বপ্নে আসবো এসএমএসের মতো।হৃদয়ে থাকবো রিংটনের মতো । ভালবাসা কখনোও কমবে না ব্যালান্সের মত । ভাল থেকো সব সময় । আই লাভ ইঊ। আই লাভ ইঊ সো মাচ।
যখন গভীর রাত,দূর আকাশে দেই পাঠিয়ে আমার দূটি হাত । ওরা আনুক কিছু, ওরা কিছু আনতে গেলে আমার মাথা নীচু,ওরা আনুক আলোর পাঁহাড়,ঘ্রাণ ছড়ানো ফুলের বাহার,ঘূচাক কৃঙ্ষকাল,ও দুটি হাত হতে পারে আমার বাঁচার।
সুন্দর সে তো স্বপ্ন, চেয়ো না মলিন হবে । জীবন সেতো গপ্ল, লিখো না নষ্ট হবে,মন সেতো মসজিদ, ভেঙোনা পাপ হবে,ভালবাসা সেতো সত্য,মিথ্যা বলো হারিয়ে যাবে।
আমি মিষ্টি কমলা,তুমি তিতা করলা, আমি ডিজ্যুস,তুমি কঞ্জুস। আমি ইজি,তুমি পাজি,আমি সিটিসেল আলাপ,তুমি পাগলের প্রলাপ। আমি জয়,তুমি ভয়। আমি সিম,তুমি পচা ডিম,,,
বীথি,এই অসহায় বন্দুটাকে মনে রেখ,,,,?
ইট ছুড়ো পাথর মারো, এত মারো কেন ?
মরে আমি যাবো,
যদি তুমি এক বার চোখ মারো ।
নারী কি নদীর মতো,নারী কি পুতুল,নারী কি নীড়ের নাম, তবে ভরা ফুল।নারী কি বৃক্ষ কোনো, না কমল শিলা। নারী কি চৈত্রের চিতা,নাকি নিয়মিত লীলা।
আসো মাটি ফুঁড়ে, রাতের নির্জনে,আলপনা, তোমাতে আমাতে হবে পরিচয়,হবে বন্দুত্ব,কিংবা প্রণয়ে।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৫