সেই থেকে শুরু হলো রক্তঝরার গান।
৫২- সালে শুরু হলো ভাষা আন্দোলন
এইজন্য শহীদ হলো ছালাম, রফিক, বরকত।
তাদের রক্তে লাল হলো বাংলার রাজপথ।
৭০- সালে হলো সাধারণ নির্বাচন
সেই থেকে শুরু হলো স্বাধীনতার আন্দোলন।
৭১- এ স্বাধীন হলো সোনার বাংলাদেশ
সেই থেকে শুরু হলো অনেক রকম বেশ।
৭৫- এ নিহত হন শেখ মুজিবুর রহমান
সেই থেকে বদলে গেল রাজনীতির ময়দান।
৮১ সালে নিহত হলেন জিয়াউর রহমান
তারপর থেকে শুরু হলো স্বৈরাচারী সরকার।
৯০- এ শুরু হলো গণতন্ত্রের আন্দোলন
এইজন্য রক্ত দিল রাজপথে অনেকজন।
বছর পরিক্রমায় দাঁড়িয়ে
বর্তমান দেশে চলছে দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, রাহাজানি
তাই তো প্রতিদিন দেখা যায় খবরের কাগজে অনেক লাশের ছবি।
এভাবে আর চলবে কতদিন
এজন্য কি রক্ত দিল ত্রিশ লক্ষ মানুষ
এজন্য কি স্বাধীন হলো আমার বাংলাদেশ।