প্রজাপতি প্রজাপতি যাচ্ছ কোথায় তাই
তোমার মত রঙিন পাখা আমারও তো চাই।
তোমার পাখায় রঙের মেলারঙের কারুকাজ
বলতে পার কে দিল ভাই অমন রুপের সাজ।
হাওয়ার রেলে ডানা মেলে উড়ছো হেলেদুলে
ক্ষণে ক্ষণে যাচ্ছ উড়ে রঙিন ফুলে ফুলে।
মধু খেয়ে যাচ্ছ ধেয়ে আপন বাসার কোলে
তোমার পাখা দেখি আমার হৃদয় মাঝে।