আমাকে নিয়ে যাচ্ছেতাই করার অধিকার তোমার আছে। জীবনটাক পাপোশ বানিয়ে দিয়ে ছিলাম একবিন্দু ভালোবাসার আশায়। তোমাকে বাধ্য করিনি ভালোবাসতে। শুধু চেয়েছি তোমার হৃদয়ে আমার জন্য ভালোবাসার উৎপত্তি। আমাকে নিরাশ করোনি তুমি। ভালোবাসার কাঁটাজালে বন্দি করে ছুঁড়ে দিলে যন্ত্রণার অতল অন্ধকারে। সাদরে গ্রহণ করলাম তোমার প্রদত্ত প্রথম উপহার হিসেবে।
আমি তোমাকে শাশ্বতকালের জন্য ভালোবেসেছি। কোনো প্রতারণা আশ্র্রয় নেইনি। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তোমার দিকে ছুটেছি। হয় ভালোবাসা না হয় মৃতু্। আমাকে তুমি মৃতু্ দাওনি। দিয়েছো মৃতু্র চেয়েও যন্ত্রণাময় জীবন। সব টুকু সুখ শুষে নিয়ে কষ্টের কন্টকে ক্ষত-বিক্ষত করে ফেলে দিলে ঝঞ্ঝাটের মত। তবুও তো, হাসিমুখে বলতে চাই, তুমি আমার প্রথম ভালোবাসা।
শুধু একটাই দাবি, ভালোবাসা। ভালোবাসার আড়ালে আমাকে নিয়ে তুমি কি নির্মম খেলাটাই খেললে। ফিরে যাওয়ার পথ বন্ধ করেই আমি নেমেছিলাম মোম সময়ে কার্যকরী চালটাই চাললে। এক নিমেষেই লন্ডভন্ড করে দিলে আমার ভালোবাসার সাজানো বাগান। তোমাকে 'অপরাধী' বলার সাহসও আমর ছিলনা। আমার তপস্যা ছিল একটি মুহূর্তের জন্য হলেও যেন তোমাকে কাছে পাই। আমার ভালোবাসা আর্তনাদে মহাশূন্য অনুকম্পিত হয়। শুধু প্রতিধ্বণিত হয়না তোমার অন্তরে। আমাকে নিযে ভাবনার যদি অবকাশ হয় তবে জেনে নিও আমি ভালো নেই।