ভাবুক পথিক পথ চলছে আপনমনে
বুনে স্বপ্নের জাল ।
হঠাৎ উধাও বাতাসে ভেসে আসে ফুলের সুবাস-
আর কিছু মনে নেই ।
ফুলের সুবাসে পাখির পালকের মত ভাসতে ভাসতে
সে পৌঁছে যায় এক সুউচ্চ ভবনের চূড়ায় !
সেখানে এক অপ্সরা নিমগ্ন বাগান পরিচর্যায় ।
অন্য বাগানের দুষ্প্রাপ্য বৃন্তচ্যুত ফুলটিকে
দিব্যি মাড়িয়ে চলে যায়
কোন ভ্রুকুটি ছাড়াই !
পাদটীকা : গত ২৩ শে এপ্রিল খবরে প্রকাশ গুলশানের একটি সাততলা ভবন হতে ফুলের টব মাথায় পড়ে পথচারীর মৃত্যু !!
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৭ দুপুর ১২:২১