গৃহত্যাগী চাঁদ ডাকে আয় আয় -
গৃহী আমি ভাবি মনে ,
কোনো দিন নিশ্চয়ই কোনো দিন -
মুখোমুখি আমি আর উর্বশী চাঁদ !
---------------------
ভাবনারা পাখা মেলে ভাবনায় -
আভিমানী ধীরে ধীরে হয়ে যায় ক্ষয় ।
পাদটীকা : ১৪/১১/১৬ রাতে সুপারমুন দেখা হয়নি । পূর্ণচাঁদের ২য় দিনে ঘরকুনো আমাকে দাপ্তরিক কাজে সন্ধ্যার পর ঘর হতে বের হতে হল ----ঢাকা শহরের বেশ খানিকটা ঘুরে বেড়ালাম কিছুটা সময় । গিয়েছিলাম শহর থেকে সামান্য বেরিয়ে পূর্বাচল তিনশ ফিট রাস্তার মাথায়; সেখানেই দেখা হল অপরূপা চাঁদের সাথে ---- গৃহত্যাগী জোছনার মহিমা সম্পর্কে কিছুটা জ্ঞাত হলুম ।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৪