ডাগর চোখের চাহনিতে প্রচন্ড কাপন ধরেছিলো বুকে।
সে কাপন কোনো দিনও থামার মতো নয়; থামেওনি।
ডাগর চোখের সুড়ঙ্গে অনায়েসে ঢুকে
গেছে আমার চোখের আলো।
পথ হারিয়েছে প্রত্যাশিত সম্ভাবনায়...
অন্তহীন পথে সীমানা খুজে ফেরা নিতান্তই বোকামী।
তবুও বোকা বনে গেছি বারবার; জেনে বুঝে।
পথের কন্টক, সমাজের অনিয়ম আর
প্রচন্ড প্রথা বিরোধিতার জেরে কোনো স্বপ্নই
স্বপ্নের আবরণ থেকে বেরোতে পারেনি।
হঠাৎ করেই আমার মনে ভুলে যাওয়ার পর্দা পড়ে।
ডাগর চোখের সূড়ঙ্গে হারিয়ে যাওয়া আমার চোখ
সীমা খুজে পায়...
খুজে পাওয়া সীমায় ডুব দেয় অনন্তকালের জন্য...
আমার মন ভুলে যাওয়ার পর্দাটাকে
সরাতে পারেনা কখনো। ফলে-
যার চোখ তারে আর মনে করতে পারিনা...