
১৪ জুন।
টেলিটকের ফেসবুক পেইজে একটা ঘোষনা আসলো। তারা নাকি জিপিআরএস টেকনোলজিকে টেলিটক গ্রাহকদের কাছে পরিচয় করিয়ে দিতে পেরে ভীষণ খুশি!

আমি ভালো করে তারিখটা দেখতে গেলাম। ১৪ ই জুন তো বুঝলাম, সাল কতো? ২০১২? নাকি ২০০১? আমি একেবারে টাশকি খেয়ে গেলাম। এরা কি থ্রীজির বদলে জিপিআরএস লেখলো নাকি? নাহ... ঘোষনার পরের ধাপে দেখলাম- What is GPRS? প্রশ্ন করে জিপিআরএসের সংজ্ঞা দেয়া হচ্ছে... হায়া আল্লাহ বলে কি এরা?!
১৪ ই জুনে দেখলাম আরো বেশ কিছু আপডেট। একটা দেখলাম এগ্রিমেন্ট সাইনিং এর ফটোশুট। কী এগ্রিমেন্ট তা অবশ্য লেখা নাই। টেলিটকের মেইন সাইটে গিয়ে দেখলাম সেটা কিসের সাইনিং- ডিজিটাল বাংলাদেশ গড়ায় টেলিটকের অবদান বাড়াতে তারা চায়না একটা কোম্পানীর সাথে এগ্রিমেন্ট করেছিলো। বেশি দিন আগে না- মাত্র ২০১০ সালে! ৩০১০ সালে না কিন্তু! লিংকে ক্লিক করে সাইটে যাবার দরকার নাই। আমি ছবিতে গিয়ে, সেই লিংকটাই এখানে দিলাম। যদিও প্রথম পেইজ থেকে ছবিতে যাওয়ার পরও লিংক এড্রেসে কোনোই চেন্জ দেখলাম না!
আমরা কেউ মিস করলাম কিনা- সেটা চিন্তা ২০১০ সালের সেই এগ্রিমেন্টের ছবির লিংক এখনো টেলিটকের সাইটে আছে। বহাল তবিয়তে আছে।
থ্রীজি আসবে, আসবে...
থ্রীজি কী জানেন তো- থার্ড জেনারেশন। মানে হলো আমাদের থার্ড জেনারেশন আসলে তারপর কথা! ওকে!
শুনলাম ২০১২ এর মার্চে আসবে। মার্চ গেলো। কেউ কোনো আওয়াজ করলোনা। বাংলাদেশের মিডিয়া টেলিটকরে ধরলোনা। জানতে চাইলোনা- কী কারণে তারা মিথ্যা বলেই যাচ্ছে। টেলিটকও কিছুই বললোনা।
পরে শুনলাম জুলাইয়ে আসবে। কোনো মিডিয়ায় কোনো খবর নাই। আজ যুগান্তরের এক কোনায় দেখলাম ১৭ তারিখে নাকি আসবে। দেখি কী হয়!
বিটিআরসি যে কোন ছাগলের পালে চালায়- আমার খুব জানতে মন চায়। টেলিটকরে কোন দু:খে থ্রীজির লাইসেন্স দেয়া হবে? শুধু মাত্র থ্রীজির জন্য টেলিটকের গ্রাহক বাড়বে, এই যুক্তিই বা কোন রামছাগলের? যদি তাই হয়তো- গ্রামীন, বাংলালিংক আর এয়ারটেলরা কিভাবে গ্রাহক বাড়াইতেছে? টেলিটক যেটা নিন্মতম যোগ্যতা- কথা বলতে পারা। সেটাই তো সারাদেশে নিশ্চিত করতে পারেনাই। দু:খে কান্না চলে আসে...
গ্রামীন, বাংলালিংক থ্রীজি প্রোভাইড করার জন্য সব ধরণের কারীগরি প্রস্তুতি সম্পন্ন করে রেখেছ। তবুও লাইসেন্স পাচ্ছেনা। আর কুত্তার বাচ্চারা চুরির ধান্দায়...
ধুর, আর ভাল্লাগেনা...