যখন ছোট ছিলাম তখন দেখতাম ফেরিওয়ালারা কটকটি খেতে দিত পুরোনো লোহা-লক্কড়ের বিনিময়ে। তখন আনেক সমবয়সী-কে দেখতাম প্লাস্টিকের বোতল দিয়ে কটকটি খেত। ওদের দেখে আমারো শখ জাগলো কটকটি খাওয়ার.. কিন্তু মা-কে বলতেই খেলাম বকা..


কিন্তু আমি তো আমিই..




কয়েকদিন আগে আমার এক বন্ধু আমার পুরানা সাইকেল দেখে কয়,"এইটা আর চালাইস না.. বেচে কটকটি খাইস.. ভালা হইব!"



তো হটাৎ কটকটির কথা মনে হতেই ভাবলাম.. আজকাল তো কটকটি-ওয়ালাদের দেখাই যায় না!
আমাদের কাছে কটকটির আর কদর নাই


অথচ বিদেশে কটকটির অনেক কদর.. ইংরেজিতে একে বলে 'HONEYCOMB' । অনেক বড় বড় হোটেলে অনেক দামি দামি ডেসার্টে "কটকটি" ব্যবহার করা হয়..

আজকে খাওয়ার শখ জাগলো আবার.. নেট ঘেঁটে রেসিপি বের করলাম..
কাল বানামু...


চাইলে আপনারও বানাই নেন..



রেসিপি...
যা যা লাগবে..
৬ টে. চামচ চিনি
২ টে. চামচ মধু
১ কাপ পানি
১/২ চা চামচ খাবার সোডা
১.) খাবার সোডা বাদে সব প্রি-হিটেড ননস্টক কড়াইতে দিয়ে নাড়তে হবে.. যতক্ষণ না সব চিনি গলে বাদামি রং (ক্যারামালাইজড) হয়ে যায়..
২.) চিনি গলে বাদামি হওয়ার পর একটু ঘন হলেই পুড়ে যাওয়ার আগেই প্যান চুলা থেকে সরিয়ে সোডা দিয়ে খুব তাড়াতাড়ি নাড়তে থাকুন.. সোডা দেয়ার কারণে বুদবুদে সুন্দর সাদাটে সোনালী হয়ে যাবে। এরপর দ্রুত কোন ট্রেতে তেল ব্রাশ করা কাগজের উপর ঢেলে ঠান্ডা করুন। ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে..
হানিকম্ব/কটকটির

খেয়ে নিন হোমমেড কটকটি...



কেউ কিসু কৈলে আমি আসি...

সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪১