১ বছর পার হলো মাত্র! অথচ মনে হচ্ছে কত বছর না পার করলাম এখানে। এই এক বছরে কত আনন্দ আর বিনোদন যে পেলাম তা বলার মত নয়।
মাঝেমধ্যে দু:খও যে পাইনি তা নয়। কিন্তু কিছু মনে রাখিনি।
বউ আর বন্ধুরা মাঝেমধ্যে বিরক্ত হয়েছে আমার এই অতিরিক্ত ব্লগ প্রীতিতে। তারপরও যখন আমার বিভিন্ন লেখা পড়ে সহব্লগাররা উৎসাহ যুগিয়েছে তখন তারাও খুশি হয়েছে।
খুব ভালবাসি সহব্লগার অমিত চক্রবর্তী, রাজিয়েল, কবির চৌধূরী, জুলভার্ণ, পরিবেশবাদী ঈগল আর জীবনান্দের ছায়াকে। যদিও তারা সেটা সেভাবে জানেন না আর জানার কথাও না। তাদের সাথে কখনো দেখা বা কথা হয় নি। শুধু আলোচনা হয়েছে ব্লগে। জানি না এই লেখাটি তাদের চোখে পড়বে কি না! আর অনেক ভালবাসি সকল সহব্লগারদের যাদের আপ্রাণ চেষ্টায় প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে বাংলা ভাষা!
কাউকে কাউকে অনেক ঘৃণাও করেছি মনে মনে। কিন্তু না থাক! এই কথা বলব না আজকের দিনে।
ধন্যবাদ রইল মডারেটরদের প্রতিও। অনেক কষ্ট করেন আপনারা আমাদের জন্য।
জানা আপু আর অরিল ভাইকে ধন্যবাদ, আপনারা ইতিহাস হয়ে থাকবেন আপনাদের এই উদ্যগের জন্য।
বিশেষ ধন্যবাদ থাকবে মেহেদি ভাইকে। অভ্রের জন্য।
সকল ব্লগাররা ভাল থাকুন
আর আমাদের সামু চলতে থাকুক নির্বিঘ্নে। আমি চাই আমার সন্তানেরাও বড় হয়ে সামুতে লিখুক, জ্ঞানগর্ভ আলোচনা পড়ুক।
সবার জন্য এতটুকুই ভালবাসা রইল আজকের জন্য।
বাই বাই ......।





সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৪৬