আমারা সাধারণত বিভিন্ন সংবাদ দেখলে তাকে শতভাগ বিশ্বাস করি না। কারণ, সংবাদ অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক হয়ে থাকে(বর্তমান প্রেক্ষিতে)। তেমনই অনেক সঠিক সংবাদ মিডয়াতেও আসে না। আবার অনেকে অন্যদেশ বা দলের দলাদলি করে। টাকায় বিক্রয় হন অনেকে।
বতর্মানে পাহাড়ে অনেক কিছুই এলোমেলো ঘটে চলেছে।
"কুকি-চিন'দের পাহাড়ে বিচরণ, সামরিক প্রশিক্ষণ ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম।
একাধিক মিশনারী, এনজিও ও ফ্রি সেবা সংস্থা কাজ করছে। তাদের সম্পর্কে সরকারের কাছে বিস্তারিত কোন ইনফরমেশন নেই। নেই সাংবাদিকদের অনুসন্ধানী কোন রিপোর্ট।
যাহোক, আ'লীগ এবং বিএনপির রাজনৈতিক দন্দ্ব নিয়েই সবাই নিউজ ভিউজ কভারেজে ব্যস্ত। আমাদের দেশের একটা অঞ্চল নিয়ে আমার সবাই উদাসীন।
আমরা ব্যস্ত আছি, বিজ্ঞান মনস্ক জ্ঞান বিতরণ ও প্রগতিশীলতা নীয়ে। দেশ, দেশের জনগণের কল্যাণ অকল্যাণ নিয়ে কারও কোন মাথা ব্যাথা নেই। কারণ আমিতো ভালো আছি।
ভারত-চীন, আমেরিকা-রাশীয়া ব্লকের বিশ্বরাজনীতি নিয়ে আমরা শুধু চিন্তায় ব্যস্ত আছি অথবা পরিমনীর বিবাহ ও বিচ্ছেদ গ্রোথ নিয়ে লেখা লেখিতে ব্যস্ত।
পাহাড়ের কোন সমস্যাকেই ছোট করে দেখার কোন সুযোগ নেই। কারণ ছোট খাট কোন সমস্যাই মিডওয়ায় আসেনা। যেকোন সমস্যাই বড় আকার ধারণ করলে কেবল মিডিয়া পাড়ায় হইচই পড়ে। কিছুদিন পরে আবার বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে চাপা পড়ে যায়।
সরকারের অনেক কিছু করা উচিৎঃ
★পাহাড়ের সামরিক শক্তি বাড়ানো উচিৎ।
★সাধারণ জনগণ তথা বাঙালি ও নিরপরাধ পাহাড়িদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
★পার্বত্য চট্টগ্রাম আমেরিকা, রাশিয়া ও চায়নার জন্য হটকেক। সবচেয়ে ইন্টারেস্টের বিষয় হলো ভারতের জন্য।
সরকারের সামান্য অবহেলা ও অদূরদর্শীতার ফল হতে পারে, পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতা।
আসুন, আমরা রাজনীতির উর্ধে থেকে দেশকে ভালোবাসি।
নতুবা, নতুন প্রজন্ম ও ইতিহাস কখনো ক্ষমা করবে না।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৯