আমাদের মতো উন্নয়নশীল দেশে লকডাউন বাস্তলবায়ন করা কঠিন একটা কাজ। কারণ এখানে জনসংখ্যার একটা বড় অংশ মধ্যবিত্ত্ব এবং নিম্ন মধ্যবিত্ত্ব। এমন অনেক মানুষ আছে যারা দুবেলা খাবার সংগ্রহ করতে পারছেনা। সেক্ষেত্রে তারা কিভাবে ঘরে থাকবে?
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভারতের মতো দেশে যেখানে ৩-৪ হাজার লোক নিয়মিত মারা যাচ্ছে সেখানে কিন্তু সারাদেশে পূর্ণাঙ্গ লকডাউন নেই।
দেশের জনগণের খাদ্য বস্ত্র চিকিৎসার নিশ্চয়তা সরকারকেই করতে হবে।
সেটা কি লকডাউনে সম্ভব হয়েছে?
সরকার দায়সারা গোছের লকডাউন দিয়ে খালাস। কে কিভাবে পালন করবে সে বিষয়ে কোন দিকনির্দেশনা নেই। নেই যথাযথ ব্যবস্থা।
কিছু প্রশ্নঃ
♦জনগন কি পূর্ণ লকডাউন মেনে চলছে?
♦সবাই কি স্বাস্থ্যবিধি মেনে চলছে?
♦সবাই যদি লকডাউন না মেনে চলে তবে শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে লাভ কি?এটাকি ছাত্রদের ক্ষতি করা হচ্ছে না?
♦অনেক ছাত্র আছে যারা পড়ালেখা শেষ করতে না পারায় কর্মক্ষেত্রে অংশ গ্রহণ করতে পারছে না। তাহলে মধ্যবিত্ত্ব পরিবারের সন্তান কি করবে?
♦মানুষের হাতে কাহজ না থাকলে অকাজ করে বেশি। সেক্ষেত্রে সমাজে অপরাধ বেড়েগেলে তার দাভার কে নিবে?
তাহলে কথা উঠা সাভাবিক। সমস্ত কিছু পরিকল্পনা মাফিক হচ্ছে তো? নাকি অন্য কোন উদ্দেশ্যে...
কোন দেশে কিভাবে লকডাউন উঠানো হয়েছে
চলুন একটু গান শুনি।
ছবি দোখি একটু
মধ্যবিত্ত্ব শ্রেণির মানুষ না পারে নিচু কাজ করতে, না পারে ভালোভাবে চলতে। তাই দেশের সামগ্রিক মানুষের কথা ভেবে সিদ্ধান্ত আসা সময়ের দাবি...
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০২১ সকাল ১১:০০