বসন্তের আগমন
সামিউল ইসলাম বাবু
------------------------------------
শীতের বিদায় সেতো বসন্তেরই আভাস,
প্রকৃতি রিক্ততা মুছে দিয়ে ছড়ায় সুবাস।
চারি দিকে নব সাজে, আজি নতুনের রব,
গাছে গাছে ডালে ডালে পাখিদের কলরব।
নতুন নতুন পাতা ফুল মিশ্রণে মিতালী,
কোকিল পাখির গানে সবাই যেন গিতালী।
গাছে ফুল ফল লতা পাতা পাখিদের ডাক,
সুবাস ছড়ায় চারিদিকে নতুনের হাঁক।
মনের যত জীর্ণতা ঢেলে সাজাও সবার,
প্রকৃতির ভালোবাসা বসন্তে আজি অাবার।
তাং-০৬/০২/১৭
ফাগুনের দিন
সামিউল ইসলাম বাবু
চারিদিকে নব সাজ ফাগুনের দিন আজ,
প্রকৃতির মাঝারেতে নিত্য নতুন সাজ।
পাখিদের কলতানে মুখরিত এভুবন,
গাছে গাছে ফুল ফল পাখিদের কন্ঠে গান।
নতুনের বার্তা নিয়ে এসেছে আজ ফাগুন,
পুরাতনের বিদায় নতুনের জয়গান।
প্রকৃতি সেজেছে ভাই নতুন নতুন সাজ,
আবার সাড়া ফেলেছে দেখ দিকে দিকে আজ।
তাং ১৩/০২/১৭ (রিপোষ্ট)
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৬