কবি জহির সাদাত একজন সময় সচেতন প্রতিবাদি কবি। ব্যক্তি জীবনে সহজ সরল জীবন যাপন করেন। কবি এখন প্রবাসে আছেন। প্রবাসে থাকা অবস্থায়ই কবির এই কবিতার বই।
কবি তার কবিতার মাধ্যমে সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।
কবি জহির সাদাত নিজে ফেসবুকে একটি সাহিত্য ভূবন গ্রুপ পরিচালনা করে চলেছেন। এই গ্রুপে নতুন নতুন কবি তাদের মেধাকে বিকাশে সহায়তা পেয়ে থাকেন।
কবি জহির সাদাত এর প্রথম কবিতা গ্রন্থ হৃদয় নীড়ে ঝড় প্রকাশিত হয়েছে। বইটি এবারের বই মেলায় প্রকাশিত হবে। বইয়ের মূল্য: ১২০/-
এই বইয়ের লভ্যাংশ থেকে নতুন কবিদের বই প্রকাশে সহায়তা করা হবে। তাই দেরি না করে আপনিও আংশগ্রহন করুন এই মহত কাজে।
যোগাযোগ করতে পারেন:
jahirupm17@gmail.com
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৭