১৫ আগস্ট আমাদের মাঝে কেনো এলো?
এ প্রশ্নের অনেক উত্তর আমারা দিতে পারবো। কারণ পাঠ্য বইয়ে অনেক ইতিহাস আমরা পড়েছি।
যাহোক, আমি একটু বাহিরের কথা বলবো। হয়তো আপনারা আমার আমার সাথে একমত নাও হতে পারেন।
আচ্ছা, ১৯৭৫ সালের মার্চে একটা সেনা বিদ্রোহ হতে পারে এই মর্মে ঐ দূরের আমেরিকার গয়েন্দাদের কাছে যদি সংবাদ থাকতে পারে। তবে, আমাদের প্রিয় বন্ধুরাা(স্বাধীনতা যুদ্ধে যাদের অপূরণীয় অবদান) কেন জানেনি? আর জানলেও কেন আমাদেরকে জানায়নি? অথচ, তারা যা চায় আমরা তাই বিনা হিসেবে দিয়ে দিয়।

আসলে বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটবে, ভারত তা অনেক আগেই জানতো। কিন্তু, শেখ মুজিবুর রহমানকে কেনো তারা সেভ করার চেষ্টাটা করলো না? কানার মতো দলতো খুব করলেন, নিরপেক্ষ দৃষ্টিতে কি একবারোা ভেবেছেন?
ভারতকে সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ভাবছেন, আসলেই কি ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু?
একটা অপ্রিয় সত্য কথা জানুন, দক্ষিণ এশিয়াতে যতো গুলো রাজনৈতিক হত্যাকান্ড ঘটেছে তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ "র" এর হাত আছে।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২৭