অারো একটি বছর হারিয়েগেলো ব্লগ জীবন থেকে। তৃতীয় বছরে শুরু হলো পথ চলা। আসলে জীবনের প্রতিটা বছরই এক একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়।
ব্লগে অনেকটা অপ্রত্যাশিত ভাবেই এসেছিলাম। এরই মধ্যে দুইটি বছর শেষ। জানতাম সামহোয়্যার ইন ব্লগ নামে একটা ব্লগ অাছে। কিন্তু কিভাবে লগইন করতে হয় লেখার নিয়মই বা কি? কিছুই জানতাম না। একটু চেষ্টা করারার পর নিবন্ধন, তারপর প্রথম পাতায় স্থান পাওয়ার জন্য ৩দিনের প্রতিক্ষা। ঘুম কি অাসে।
তারপর দেখি অবশেষে প্রথম পাতায় লেখা এলো। যাক, সে এক অন্যরকম অনুভুতি। ব্লগে অামার প্রথম পদচারনা ছিলো অসচেতন ভাবে। বিগত বছরে অনেক কিছু শেখা হলো। জানা হলো নতুন অনেক নিয়োম।
এক কথায় বেশ উপভোগ করেছি। পেয়েছি অনেক প্রিয় মানুষকে।
কিছু ব্লগারকে এ পাতাই রেখে দিলাম যেন সহজে ব্লগ পড়তে পারি।
খায়রুল আহসান
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম
সাদা মনের মানুষ
ধ্রুবক আলো
বিলিয়ার রহমান
জুন
শায়মা
গিয়াস উদ্দিন লিটন
সুমন কর
নাগরিক কবি
ভ্রমরের ডানা
কাওসার চৌধুরী
নাঈম জাহাঙ্গীর নয়ন
রাজীব নুর
শাহাদাৎ হোসাইন
বিদ্রোহী ভৃগু
আখেনাটেন
(:হাসু মামা
প্রামানিক
বিজন রয়
মোস্তফা সোহেল
লর্ড অফ দ্য ফ্লাইস
নীলপরি
নতুন নকিব
ভাবুক কবি
অারও অনেক প্রিয় ব্লগারের নাম যুক্ত করতে পারিনি। সময় সুযোগ হলে যুক্ত করার অাশা রাখছি...
যে সকল কবি, সাহিত্যিক, ব্লগার, কলামিস্ট মন্তব্য করে, পরামর্শ দিয়ে উৎসাহ দিয়েছেন সকলের প্রতি রইলো অাআন্তরিক কৃতজ্ঞতা।
তবে বাস্তব কিছু সমস্যার কারণে ব্লগে এখন নিয়মিত হতে পারছিনা।
যাহোক, সকলের জন্য অনেক অনেক অান্তরিক শুভেচ্ছা ও দোয়া করছি। অামার জন্যেও দোয়া কামনা করছি সকলের নিকট...
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩০