ফাল্গুন দিন
সামিউল ইসলাম বাবু
চারিদিকে নব সাজ ফাল্গুন দিন আজ,
প্রকৃতির মাঝারেতে নিত্ত নতুন সাজ।
পাখিদের কলতানে মুখরিত এ ভুবন,
গাছের ডালে নতুন ফুল পাখি গাহে গান।
নব বার্তা নিয়ে এলো যে ফাগুন,
জির্ণের বিদায় হোক নতুনের জয়গান।
প্রকৃতির বাহার দেখ আরও কত শান,
চারিদিক সাজিয়ে আজ এলো ঋতু রাজ।
তাং ১৩/০২/১৭
অক্ষর বৃত্তের ব্যর্থ চেষ্টা।