আজকাল অনেক'কেই দেখা যায় দম্ভ করে, সবাই'কে টাকা পয়সার গরম দেখিয়ে বলে বেড়ায় আমি অমুক বা তমুক ব্র্যান্ডের ছাড়া পোষাক পড়িই না। আমার একটা স্ট্যাটাস আছে না?
.
আচ্ছা এরা কি জানে?
.
কাফনের কাপড়ের কোন ব্র্যান্ডই থাকে না?
.
তখন কী কাপড় পরে মাটিয়ে চিরস্থায়ী হয়ে শুবে এরা?
.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ "তিল পরিমাণ অহংকার যার অন্তরে আছে সে জান্নাতে প্রবেশ করবে না, আর তিল পরিমাণ ঈমান যার অন্তরে আছে সে দোজখে যাবে না"।
(সূত্রঃ জামে তিরমিযী, হাদীস ১৯৯৮)
.
মুতাররিফ ইবনে আবদুল্লাহ রাহিমাহুল্লাহ ছিলেন বিখ্যাত এক বুযুর্গ। মুহাল্লাব নামক এক লোক তার পাশ দিয়ে রেশমি কাপড় পরে দম্ভভরে হেঁটে যাচ্ছিল। বুযুর্গ তাকে বললেনঃ
-এভাবে হাঁটছ কেন?
সে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়ঃ
-আপনি জানেন, আমি কে?
মুতাররিফ রাহিমাহুল্লাহ উত্তরে যা বলেছিলেন তা প্রতিটি মানুষের মনে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো।
তিনি বলেছিলেনঃ
"তোমার সূচনা পুঁতিগন্ধময় বীর্যে, সমাপ্তি গলিত লাশে আর এ দুইয়ের মাঝে তুমি এক বিষ্ঠাবাহী দেহ"।
(সূত্রঃ তাফসীরে কুরতুবী, সূরা মাআরিজের ৩৯ নম্বর আয়াতের তাফসীর দ্রষ্টব্য)
.
পৃথিবীর মানুষকে আল্লাহ বার বার সর্তক করে দিয়েছেন। অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন।
.
তবুও মানুষ ভুলে যায়ঃ
"প্রতিটা মানুষের জীবনের সূচনা পুঁতিগন্ধময় বীর্যে, সমাপ্তি গলিত লাশে আর এ দুয়ের মাঝে তারা শুধুই এক বিষ্ঠাবাহী দেহ"
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, জানুয়ারী ২০২১
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩৭