আজকাল ডাস্টবিনগুলি চুপচাপ শুধু দেখেই যায়-
প্রতিনিয়ত বাড়ছে সেখানে অপাংক্তদের চাপ,
যেখানে থাকার কথা উচ্ছিষ্ট আর ময়লা পঁচা গন্ধ
সেখানে পরে থাকে এখন সদ্য নাড়ীকাটা নবজাতক
লাল টুকটুকে রক্তের দাগে ভেসে যায় বিষন্ন মানবতা।
আজকাল আস্তাকুঁড়গুলি নিঃশব্দে শুধু দেখেই যায়-
নিজের বিষাক্ত বীর্য্যের প্রতি যুক্তিহীন ঘৃণায়, কিংবা
ক্রোধোন্মত্ত তামাশায় জন্মের পরেই ছুড়ে ফেলে দেয়া
সদ্য ভুমিষ্ঠ অবুঝ শিশুটি আজ কত অসহায়!
আজকাল ভাগাড়েগুলি নিঃস্তব্ধ হয়ে শুধু দেখেই যায়-
পাপিষ্ঠ দেহের ক্রমাগত অনৈতিক জৈবিক চাহিদা শেষে
ব্যালকনি কিংবা জানালার গ্রীলের ফাঁকফোকড়ে মাঝে
মানবতার গলায় পা দিয়ে অসীম শক্তিতে বলীয়ান হয়ে
ছুড়ে ফেলে দেয় অপ্রয়োজনীয় জীবন্ত মাংশপিন্ড।
রাস্তায় কিংবা ফুটপাতে সারমেয়রা অপেক্ষায় বসে দেখে-
আজকালের ডিজিটাল ভালোবাসার ক্লেদাক্ত পরিনতি,
না দেখা অগুনিত অতৃপ্ত কামনার সব এইচ ডি মুভি ক্লীপের
নিষ্ঠুর পরিসমাপ্তি হয় সদ্য জন্মানো মানবশিশুর
প্যাকেটে ভরে রাস্তায় ফেলে অগোচরে পালিয়ে যাওয়ায়।
ভাষাহীন নির্বাক চোখে ময়লা ফেলার গাড়িগুলি-
টেনে নিয়ে যায় অবাঞ্চিত রক্তাক্ত মানবতা
মনুষ্যত্ব হারিয়ে যায় অবৈধ সম্পর্কের ক্রমাগত আস্ফালনে,
দশমাস বিরক্তকর গর্ভধারণের তিক্ততায়
নরম তুলতুলে শরীরটার শেষ আশ্রয় হয়
পীচ ঢালা রাস্তা কিংবা গলির মোড়ের নোংরা ডাস্টবিন!
শিয়াল কুকুর ইঁদুরের এখন মহাউৎসব চলে অহরহ
দূঃসহ খাদ্যসংকট কেটে গেছে না চাইতেও
নরম তুলতুলে শরীর দিয়ে হয় অপ্রত্যাশিত ডিনার।
বেহায়া মানবতা আর মনুষ্যত্বের সামাজিক কৌষ্ঠকাঠিন্যের আবর্তে
অবৈধ সম্পর্কে জন্ম নেয়া এইসব আপদ
নিঃস্তব্ধ সদ্য নাড়ীকাটা শিশুরা এভাবেই বিদায় নেয়
নিরবে একদম নিভৃতেই!
ছবিঃ দৈনিক পত্রিকা থেকে প্রাপ্ত, ইচ্ছে করেই ছবি কিছুটা ঘোলাটে করে দেয়া হয়েছে।
উৎসর্গঃ কবি বিজন রয়কে, যিনি আমাকে সামাজিক বিষয়গুলি নিয়ে লেখার জন্য অনুরোধ করেছিলেন।
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, জানুয়ারী ২০২০
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫১