“ব্লগ ডে ২০১৯” উপলক্ষে ২০শে ডিসেম্বর, ২০১৯ ঢাকায় ব্লগারদের এক মিলনমেলার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে বিস্তারিত তথ্যসহ ব্লগের সম্মানিত মডারেটরের পোস্ট ব্লগের প্রথম পাতায় পিনপোস্ট হিসেবে দেয়া আছে।
ব্লগ ডে উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনে লেখা জমা দেয়ার আহবান এবং ব্লগ ডে অনুষ্ঠানের খসড়া পরিকল্পনা।
আমার এই পোস্ট সেই পিনপোস্টেরই সম্পূরক। এবং সম্মানিত মডারেটর ভাইয়ের পরামর্শ এবং অনুরোধের প্রেক্ষিতেই দেয়া হয়েছে।
ব্লগ ডে ২০১৯ জন্য নির্ধারিত স্থানঃ সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরিবাগ
১. চট্রগ্রাম থেকে আমি ইতিমধ্যেই নিবন্ধন করে ফেলেছি। আপনি কি নিবন্ধন করছেন?
২. যদি এখনও নিবন্ধন না করে থাকেন এবং অনুষ্ঠানে অংশগ্রহন করে চান, তাহলে অতিসত্ত্বর সম্মানিত মডারেটরের পিনপোস্টের দেয়া নিয়মে নিবন্ধন করুন। এবং আপনার রিসিপ্ট সংগ্রহ করুন। [আমার রিসিপ্ট ছবি হিসেবে দেয়া হলো বুঝার সুবিধার জন্য]
৩. “ব্লগ ডে ২০১৯” আয়োজনকারীরা প্রয়োজনে চট্রগ্রাম থেকে আগত অতিথী ব্লগারদের বিশ্রামের ব্যবস্থা রাখবেন। সেক্ষেত্রে কতজন ব্লগার চট্টগ্রাম থেকে আসবেন এবং অনুষ্ঠানে অংশগ্রহন করবেন তার সুনির্দিষ্ট সংখ্যা জানা প্রয়োজন।
৪. একই পোস্ট ফেসবুকে ব্লগের গ্রুপ পেজেও দেয়া হবে।
৫. আপনার পরিচিত কোন ব্লগার যদি “ব্লগ ডে” নিয়ে অনুষ্ঠানের বিভিন্ন তথ্য না জানেন, তাহলে তাকেও এইসব তথ্য পৌছে দেয়ার জন্য বিনীত অনুরোধ করা হলো।
যারা চট্টগ্রাম থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগ্রহী, রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাদের সবাইকেই আন্তরিকভাবে অনুরোধ করা হলো এই পোস্টে তাদের উপস্থিতির কথা মন্তব্যে জানিয়ে যাবার জন্য।
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত@ নীল আকাশ, নভেম্বর ২০১৯
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪১