ছুটিতে ছিলাম। একটু আগে ব্লগে ঢুকে তাজ্জব বনে গেলাম। সাড়ে সবর্নাশ! ব্লগে ঢুকে দেখি, ব্লগে মহা মহা কবির আবির্ভাব ঘটেছে! এক কবিতা লিখে ২৬টা লাইক! এত দিন উনি কোথায় ছিলেন? আসমানে নাকি পাতালে!
রহস্যময় আয়না কবিতা তে ২৬টা লাইক পড়েছে। এই লাইক দিয়েছে কারা আমি জানতে চাই! এত দিন ব্লগিং করলাম কিন্তু বেশ কয়েকটা নাম তো মনে হয় আজকেই প্রথম শুনলাম! ঘটনা কি?
লিংক দিলাম Click This Link
কবিতা পড়ে তো মনে হলো এই মহা কবি আমার সর্টকাট তরীকা# ০৪ - ওরফে কবি ওরফে ঝোলা পাঞ্জাবি তরীকা। ঠ্যাঠ্যা করে মুখস্ত করে কবিতা লিখতে বসেছে!
ব্লগে কি মহা কবির আবির্ভাব হলো নাকি?
ব্লগের কেউ কি এসব দেখার নেই!
--------------------------------------------------------------------
আপডেট আপডেট আপডেট
মহা কবি এবার মহা গল্পকার হবার পথে হাঁটতে শুরু করেছেন।
গল্পের নামে এক চিঠি লিখে..........
ওমেরা আপু ছাড়া বাকি গুলিকে জানতে মন চায়?
পরী তো দেখি আরও আসা শুরু করছে..............
সামু তো দেখি পরী আষ্তানা হয়ে যাচ্ছে.........
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৩১