মনের জানালার ছিটকিনিটা বড়ই অশক্ত,
পুরোনো স্মৃতিরা হানা দিয়ে করে যায় হৃদয় তপ্ত।
প্রাপ্তির বাঁধ ভাঙ্গা হাসিতে মেতে উঠে না এই মন,
পোড়া কপালের স্মৃতির টিপে আজ ধরেছে ঘূঁণ।
বুকের রাজপথে স্বপ্নগুলি হাঁটে করে মাথা নীচু,
জমাট বাধা কান্নাগুলির স্বরলিপি আজ বড়ই উঁচু।
অবিশ্রান্ত সময়ের স্রোতে সুখগুলি সব অতীত,
জাগ্রত সব দুঃখগুলি বেদনা ব্যাখ্যাতীত।
অব্যক্ত স্বপ্নগুলো প্রাণ খুলে হাসে না,
না পাওয়ার অভাবগুলি হয় না শব্দহীনা।
অপ্রত্যাশিত অনাবৃষ্টির ছিটায় হারিয়েছে আবেগের শিহরণ,
হারিয়ে যাওয়া সাত সমুদ্র ভালোবাসা আজ শুধুই বিস্মরণ।
কোথায় যেন পালিয়ে গেল সেই সোনালী সুখের দিন,
ক্ষনে ক্ষনে উঁকি দিয়ে যায় হৃদয়ে বেদনা অন্তহীন।
বুকের মাঝে খুঁজে ফেরে বেদনার অহর্নিশ অন্তর্দহন,
সুপ্ত প্রেম খুঁচিয়ে বাড়ায় কেবল গোপন রক্তক্ষরণ।
হারিয়ে ফেলা বিস্মৃতির অতলে প্রিয় মানুষদের ঠিকানা,
স্মৃতির অথই জলে খুঁজে বেড়াই ফিরে আসে কিছু কল্পনা।
হারিয়ে যাওয়া স্বপ্নিল রংধনুকাল আসবে না আর ফিরে,
শৈশবের সেই মধুমাখা দিন শুধু পালিয়ে যাবে দূরে?
নতুন করে খুঁজতে বসি হারিয়ে যাওয়া স্মৃতির পাতা,
বিস্মৃতির ইতিহাসে কোথাও গেল সোনালী দিনের সব কথা?
ক্ষয়িষ্ণু এই জীবনে খুঁজে পাইনা কোন রঙ্গীন ফিসফাস,
পরিশ্রান্ত জীবনের মানে খুঁজে খুঁজে কেন শুধুই হতাশ!
জীবন সায়াহ্নে মাপতে বসি সময়ের পাল্লা পাথরে,
কি পেলাম না গুনতে থাকি একটা একটা করে।
সময় বড়ই স্বার্থপর, কিছুতেই মানে না পোষ,
সারা জীবন শুধু দিয়েই গেলাম তারই খোরপোষ।
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, নভেম্বর, ২০১৮
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২২