শরীরে কি পাপ হে, বিশুদ্ধতাবাদী?
কাচুলীর উপর আঁচল সরালেই হব প্রগলভা।
পীনোন্নত বুকের খাঁজে প্রলুব্ধ
করব কত রথী মহা রথী।
স্লিভলেস ব্লাউজে উদ্দেলিত বাহু
টেনে আনব কত কামনা রত পুরুষ কে।
র্যাম্পে হাঁটা নগ্ন পদ যুগল, আলোড়ন
তুলব কত কামুক লম্পটের বুকে।
মেদহীন নগ্ন তলপেটের অগভীর গর্তে
সাতার কাটাব কত নাম না জানা প্রেমিক কে।
আমার শরীরের দৈনিক মূল্য প্রকাশে
রমরমা পত্রিকা হয়ে যাবে ট্যাবলয়েড।
সৃষ্টিশীল লাইভ ভিডিও তৈরী করে
আনব আচমকা ভার্চুয়াল সুনামি।
লাইক আর কমেন্টে ভরে দেব
ফেসবুকের প্রতিটা পেজ।
ইন্সটাগ্রামে আমার গোপিনীবল্লভ পোজে
নিদ্রাহীন রাত কাটাবে কত শত যুবক।
হে সুন্দরী নারী, মডেল হতে যেয়ে
আধুনিকা হবার প্রয়োজনে,
রেখেছ কি কোন চেষ্টার ত্রুটি?
অষ্টভার্যা দেহ পসারনীর
সহজ লভ্য শরীরের প্রতিটা বাঁক
উচ্চাশার সিড়িতে তড়তড়িয়ে উঠি।
অথচ, দিন শেষে ফিরে আস তুমি
ব্যর্থ জীবন আর শ্রান্ত দেহমনে,
দলিত মথিত ছিন্ন ব্যবহৃত দেহ
ঘষা মাজা কর নতুন প্রয়োজনের আহবানে।
হায়, বেলা শেষে তোমার মূল্য
কতটুকু হে সুন্দরী মডেল?
শ্বাপদের হিংস্র দংশনের দাগ
তুমি হয়তো লুকাবে পুরু মেকাপে,
কিন্তু দগদগে সেই বিবেকের যাতনা
কখনো কি মুছে যাবে?
উৎসর্গঃ বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতা-২০১৮
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, অক্টোবর, ২০১৮