ঘোড় সওয়ারটি চলছে উটের পিঠে
যেন ভুলে গেছে কোথায় সে
অথবা মাতালের ঘোর বড্ড উন্মাদ
বিষ্ময়ে উন্মুখ সবাই এমন কান্ড দেখে
কৌতুহলের ভিড়ে নিষ্প্রয়োজনতায়
নিচ্ছে সান্ত্বনা, যদি সে চায়
তো করুক না কি আসে যায় তাতে
ভাবল নিজেরাই তো চলছে অহোরাত্র !
গুঞ্জন ফিসফিস হয়ে তারপর নিশ্চুপ
বেহুলার ভূলে লখিন্দরের মৃত্যুর জন্য
শাপান্ত করে মুগ্ধ হয় দ্রৌপদীর ইন্দ্রজালে
অথবা হিংস্র আঘাতে বদলেছে দেহের অবয়ব
বেশ হয়েছে সমুদ্রে ভেসে গিয়েছে গায়ের ক্লেদ
তার খোঁজ রাখেনি কেউ জানতেই পারেনি
প্রমোদতরীর হইচইয়ে বুভুক্ষুর মতো চেয়ে থেকে ?
প্রখর রোদে তৃষায় হা করে আকাশে
ভাবে তাঁরও তো রয়েছে অনেক ক্ষিদে তাই
নিজেরই কিছু পাপবোধ সরে গিয়ে এক চিলতে
হাসি ফুটে অজান্তে বনে মাতালের উল্লাস
জলাধারে নিজের ছায়ায় হতচকিত হরিণ
আর দূরে শিকারির চকচকে লোভী চোখ
পাখিদের চঞ্চলতায় জাগা আলোর রেখা তাই
সব দেখে ডুব দিচ্ছে শ্মশানের শূন্যতায় !
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫২