আমরা আপনাদেরই অংশ - প্রিয় রাগ ইমন। চোখ খুলুন জাগুন
এ টীম আপোষকামী নীতিতে যেমন বিশ্বাসী না, ঠিক সেরকম ভাবে বিশ্বাসী না সার্টিফিকেটের রাজনীতিতে। সাধারন ব্লগাররা যেমন ৭১ র চেতনা তুলে ধরছেন সেটা তারা নিজ দায়িত্বে করচেন, এ টীম শুধু শুরুটা করেছিল। আমরা কাউকে কখনও মুক্তিযুদ্ধা হিসাবে সার্টিফিকেট দি নাই রাজাকার হিসাবে সার্টিডিকেট হিসাবে তো পরের ব্যাপার। যাদের ব্লগে রাজাকার হিসাবে জানা যায় তারা সে তকমা নিজেরাই উপার্জন করছে। আপনার বন্ধু এবং বান্ধবীদের এ টীম রাজাকারও বলেনি এবং মুক্তিযু্দ্ধাও বলেনাই। সে দায়িত্ব আমরা নি নাই এবং নিবোনা। আমাদের দায়িত্ব একটাই সেটা স্বাধিনতার চেতনা রক্ষা করা এবং বাই হুক অর ক্রুক আমরা সেটা করব। আমরা আরেকটা জিনিষ বিশ্বাস করি সেটা হচ্ছে ন্যায়ের শাসন, ব্লগে আপনার প্রতি যখন নারী অবমাননা হইসে তখন সবার আগে কিন্তু আমি আগাইয়া আসছিলাম। হোসেইন সবার আগে আসচিল যদিও মিথীলা আর অনান্য নাটুকে কাহিনীতে আমি ব্যাক্তিগত ভাবে বিরক্ত ছিলাম আপনার প্রতি। ব্লগে যকন ত্রিলোরা নামে এক কিশোরীকে নির্মম অপমান করা হয় তকন আমরা সবার আগে আগাইয়া আসছিলাম। আমরা আপোষে বিশ্বাসি না আমরা ন্যায়ে বিশ্বাসী। আমরা ব্যাক্তিগত উষ্মা গায়ে লাগাইনা। প্রিয় ইমন আজকে আপনার বন্ধু আমাদের বেশ কজন সদস্যর শিক্ষা, পরিবার সর্বোপরি আমার পেশা নিয়ে যথেষ্ট আক্রমনাত্মক কথা বলেছে। আমি কিন্তু ফর দ্যা গ্রেটার গুড কিছু বলেনি। তারপর উদাসী আমাকে শারীরিক ভাবে আঘাত হানার কথা বলেচে এরপর সবাইকে বলছি ইগনোর হিম। আমরা সহনশীলতায় বিশ্বাসী।
আমরা যথেষ্ট ধৈর্যশীল তার মানে এ নয় যে আমরা দুর্বল, যুদ্ধ জেতার মত রসদ আমাদের আচে, কিন্তু আমরা সাধারন ব্লগারদের সাথে যুদ্ধ করতে চাইনা কেননা আমরা আপনাদের মতনই সাধারন মানুষ। আমরা একানে ব্লগিং করার জন্য টাকা পাইনা। স্বাধিনতার চেতনা কথা বলে ব্যান্ক ব্যালেন্স বাড়ে না। আমরা সাধারন ব্লগার, অসাধারন হবার ইচ্ছা আমাদের নেই, আর সেজন্যই আমরা থাকি সাধারন ব্লগারদের মাঝে এবং ভালোবাসা পাই তাদের


বোকা শহীদ
হাসনাত, সার্জিসদের নতুন রাজনীতি করনের বয়ান মাটি চাপা পড়ে গেছে তাদের শুভাকাঙ্খীদের দানের গাড়ি আর উপহার সামগ্রীর ব্যবহারে। ফলে, তারা তাদের নৈতিক দিকটি হারিয়ে ফেলেছে। বিভিন্ন দুর্নীতির অভিযোগ ছড়িয়ে... ...বাকিটুকু পড়ুন
ঈশ্বরের ভুল ছায়া সিরিজ তৃতীয় পর্ব: বাতাস যার পায়ে পথ খোঁজে
"প্রতিটি গল্প একটি প্রশ্ন নিয়ে জন্ম নেয়।
এই গল্পের প্রশ্ন ছিল—
ভালোবাসা কি নিয়ন্ত্রণ চায়?
না কি নিয়ন্ত্রণ চাইলেই তা আর ভালোবাসা থাকে না?"
'ঈশ্বরের ভুল ছায়া' সিরিজের... ...বাকিটুকু পড়ুন
কেউ শুনতে চায়না, সবাই শোনাতে চায়....
কেউ শুনতে চায়না, সবাই শোনাতে চায়....
আত্মকেন্দ্রীক দুনিয়ায় এখন আনন্দ বা দুঃখ হলে ভাগ করে নেবার মানুষের খুব অভাব। ধরুন আপনি একটি আনন্দ সংবাদ ভাগ করে নিতে চান। যাকে বলছেন সে... ...বাকিটুকু পড়ুন
ফারুকীর সংবাদ সম্মেলন, সিদ্দিকুর রহমানকে গণধোলাই এবং ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে !
সারাদেশ যখন ভারত পাকিস্তানের ফেকু যুদ্ধ নিয়ে প্রেডিকশন করছে তখন কতিপয় লোক ব্যস্ত সংস্কৃতি উপদেষ্টা ফারুকীকে বিতর্কিত প্রশ্ন করতে, কেউ ব্যস্ত অভিনেতা সিদ্দিকুর রহমান কে গণধোলাই দিতে... ...বাকিটুকু পড়ুন
এন,সি,পি-কে টিকে থাকতে হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে
আমি যত দূর জেনেছি, ৭০-এর দশকে আওয়ামী লীগের সাথে জাসদের তুমুল মতানৈক্য হয়। পরবর্তীতে, ক্ষমতা হাতে পেয়েই, আওয়ামী লীগ জাসদ নির্মুলে লেগে যায়। কয়েক হাজার জাসদ সদস্যকে হত্যা করে। জাসদের... ...বাকিটুকু পড়ুন