প্রথমে কিছু কথা বলা যাক। একটা ক্রান্তিকাল সময়ে এ টীম নামক একটি দলের জন্ম। এ দলের সদস্যরা কেউ কাউকে ব্যাক্তিগত ভাবে চিনেনা। এদের মধ্যে ধর্মানুরাগী আচেন, কমিউনিস্ট আচেন, পুজিবাদি আচেন নাস্তিক আচেন। আমাদের নানা মুনির নানা মত। একটি বিষয়ে আমরা একমত সেটা স্বাধিনতার চেতনা। এ বিষয়ে আমাদের কোন আপোষ নেই কারো সাথে।
এ টীম আপোষকামী নীতিতে যেমন বিশ্বাসী না, ঠিক সেরকম ভাবে বিশ্বাসী না সার্টিফিকেটের রাজনীতিতে। সাধারন ব্লগাররা যেমন ৭১ র চেতনা তুলে ধরছেন সেটা তারা নিজ দায়িত্বে করচেন, এ টীম শুধু শুরুটা করেছিল। আমরা কাউকে কখনও মুক্তিযুদ্ধা হিসাবে সার্টিফিকেট দি নাই রাজাকার হিসাবে সার্টিডিকেট হিসাবে তো পরের ব্যাপার। যাদের ব্লগে রাজাকার হিসাবে জানা যায় তারা সে তকমা নিজেরাই উপার্জন করছে। আপনার বন্ধু এবং বান্ধবীদের এ টীম রাজাকারও বলেনি এবং মুক্তিযু্দ্ধাও বলেনাই। সে দায়িত্ব আমরা নি নাই এবং নিবোনা। আমাদের দায়িত্ব একটাই সেটা স্বাধিনতার চেতনা রক্ষা করা এবং বাই হুক অর ক্রুক আমরা সেটা করব। আমরা আরেকটা জিনিষ বিশ্বাস করি সেটা হচ্ছে ন্যায়ের শাসন, ব্লগে আপনার প্রতি যখন নারী অবমাননা হইসে তখন সবার আগে কিন্তু আমি আগাইয়া আসছিলাম। হোসেইন সবার আগে আসচিল যদিও মিথীলা আর অনান্য নাটুকে কাহিনীতে আমি ব্যাক্তিগত ভাবে বিরক্ত ছিলাম আপনার প্রতি। ব্লগে যকন ত্রিলোরা নামে এক কিশোরীকে নির্মম অপমান করা হয় তকন আমরা সবার আগে আগাইয়া আসছিলাম। আমরা আপোষে বিশ্বাসি না আমরা ন্যায়ে বিশ্বাসী। আমরা ব্যাক্তিগত উষ্মা গায়ে লাগাইনা। প্রিয় ইমন আজকে আপনার বন্ধু আমাদের বেশ কজন সদস্যর শিক্ষা, পরিবার সর্বোপরি আমার পেশা নিয়ে যথেষ্ট আক্রমনাত্মক কথা বলেছে। আমি কিন্তু ফর দ্যা গ্রেটার গুড কিছু বলেনি। তারপর উদাসী আমাকে শারীরিক ভাবে আঘাত হানার কথা বলেচে এরপর সবাইকে বলছি ইগনোর হিম। আমরা সহনশীলতায় বিশ্বাসী।
আমরা যথেষ্ট ধৈর্যশীল তার মানে এ নয় যে আমরা দুর্বল, যুদ্ধ জেতার মত রসদ আমাদের আচে, কিন্তু আমরা সাধারন ব্লগারদের সাথে যুদ্ধ করতে চাইনা কেননা আমরা আপনাদের মতনই সাধারন মানুষ। আমরা একানে ব্লগিং করার জন্য টাকা পাইনা। স্বাধিনতার চেতনা কথা বলে ব্যান্ক ব্যালেন্স বাড়ে না। আমরা সাধারন ব্লগার, অসাধারন হবার ইচ্ছা আমাদের নেই, আর সেজন্যই আমরা থাকি সাধারন ব্লগারদের মাঝে এবং ভালোবাসা পাই তাদের
আমরা আপনাদেরই অংশ - প্রিয় রাগ ইমন। চোখ খুলুন জাগুন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৩১টি মন্তব্য ০টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন


আলোচিত ব্লগ
জাহাঙ্গীর আলম এবারো রাগ করবেন।
আরেক নটী নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে আটক করেছে কতৃপক্ষ। এবার জেলে যেতে হবে সংগে ডিম থেরাপীও চলবে। জাহাঙ্গীর আলম আমেরিকা বসে এসব পছন্দ করছেন না কারণ ফারিয়া যেভাবে তৈলমর্দন... ...বাকিটুকু পড়ুন
কৃষ্ণচূড়ার দিন~
ঢাকার রাস্তায় রাস্তায় আগুন-রঙা রক্তিম লাল রঙে কৃষ্ণচূড়া ফুলে ভরে আছে গাছগুলো,
গ্রীষ্মের এই প্রচন্ড গরমে কৃষ্ণচূড়ার এই ফুলে ফুলে ছেয়ে যাওয়া রুপ দেখে মনে হয় আকাশের নিচে আগুন... ...বাকিটুকু পড়ুন
পর্দার শেখ হাসিনা তো গ্রেফতার হলো, শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কি খবর ?
খুব এক্সসাইটিং ব্যাপার স্যাপার ঘটছে আজকাল ! ব্লগে যে চরিত্র নিয়ে লিখি উহাই গ্রেফতার হচ্ছে। গতকাল নায়িকা নুসরাত ফারিয়াকে নিয়ে লিখলাম। আজকে দেখি বিমানবন্দর থেকে গ্রেফতার করা... ...বাকিটুকু পড়ুন
আমার মটর-সাইকেল ট্যুরের সময় ভূতুরে অভিজ্ঞতা
আসলে জীবনে অল্প বিস্তর প্যারানরমাল ঘটনা আমার সাথে ঘটেছে। আজ সে সবের মধ্যে আজ শুধু বাইক রিলেটেড ব্যাপারগুলোই তুলে ধরব।
ঘটনা ১. শুরুতেই বলি, আমি একজন... ...বাকিটুকু পড়ুন
সৈয়দ মশিউর রহমান বনাম হাসান কালবৈশাখী: একি ঘৃণার নতুন সংস্করণ?
ব্লগার সৈয়দ মশিউর রহমান শিল্পী নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে আটক করার প্রসঙ্গে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি আশা করেছেন যে ফারিয়াকে জেলে পাঠানো হবে এবং তাকে ‘ডিম থেরাপি’... ...বাকিটুকু পড়ুন