***নিয়ম মেনে মডারেটরদের চিঠি লিখেছিলাম আমি। ফিডব্যাক পাঠিয়েছিলাম "সা.ইন এর প্রশংসাসূচক বাক্য প্রেরণ" আর "অন্যান্য" বিভাগে। মডারেটর দের কোন উত্তর না পাওয়ায় পোস্ট দিলাম।
**উল্লেখ্য যে, এতদিন অনেক সমস্যায়ই আমি মডারেটরদেরকে কোন সমস্যা বিভাগে চিঠি পাঠিয়েছি, বেশ কিছু ক্ষেত্রে উত্তরও পেয়েছি; আপনারা চাইলে চিঠি পাঠাতে পারেন। তবে সম্ভবত মডারেটরগণ এক্ষেত্রে আশ্চর্য রকম নীরব থাকবেন।
*ব্যাক্তিগত ক্রোধ বা বিরোধ থেকে বা "ক্যাচাল লাগানোর" উদ্দেশ্যে এই পোস্ট দেওয়া হয়নি।
চিঠি:
সুপ্রিয় মডারেটরবৃন্দ,
শুভেচ্ছা রইল। আজ "কোন সমস্যা" বিভাগে আমার চিঠি পাঠানোর উদ্দেশ্য হল, সম্প্রতি ব্যান হওয়া ব্লগারদের আনব্যানের প্রার্থনা আর আমি কেন এই আনব্যান চাইছি সেই কারনের বিবরণ।
আমি যখন এই ব্লগে আসি তখন থেকেই একটা অনুভূতি নিজের মাঝে গড়ে উঠেছে সেটা হল "সা.ইন ব্লগ হল আমার ঘর"। এইরকম আবেগের অন্যতম কারণ ছিলেন চমৎকার ব্লগাররা এবং অবশ্যই আপনাদের মত সহৃদয় মডারেটরবৃন্দ।
সেসময়ও ব্লগাররা মডারেটরদের নিয়ে মজা করেছেন, তাঁদের ভুল নিয়ে পোস্ট দিয়েছেন, আমাদের দেশমাতৃকার বিরোধিতাকারীদের বিরূদ্ধে কথা বলেছেন.....এবং মডারেটরবৃন্দও সে বিষয়কে কখনই খারাপভাবে নেননি বলে আমি মনে করি। এইরকম উদার মডারেটিং এর কারণেই সা.ইন মানুষের এত প্রিয় ছিল।
একই কারণে খুব কঠোর মডারেটিং বিদ্যমান কিংবা একদমই মডারেটিং নেই এমন দুটি ব্লগ আজো সা.ইন কে ছাড়িয়ে যেতে পারেনি। প্রথম আলো ব্লগের কী ছিল না? টাকা-বিজ্ঞাপণ-প্রচার ও প্রসার- আকৃষ্ট করার জন্য সা.ইনে প্রতিষ্ঠিত ব্লগার..... সব ছিল! কিন্তু তারা সা.ইনের মডারেটরদের মত সহনশীলতা দেখাতে পারেনি। আর সেজন্যই আজও প্রথম আলো ব্লগ সা.ইনকে ছাড়িয়ে যেতে পারেনি।
অথচ আজ, ব্লগার বিষাক্ত মানুষ, ব্লগার শূণ্য আরন্যক, বিডি আইডল সহ বেশ কয়েকজনের অযৌক্তিক ব্যান সা.ইনের মডারেশনকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশেষত "ব্লগার *****" (মূল চিঠিতে নামোল্লেখ ছিল) সংক্রান্ত জটিলতার পর থেকেই এটা হয়ে আসছে। এমনটা কেন হবে? এমনটাতো কারো কাম্য নয়!! যখনই ব্লগে সবকিছু শান্ত হয়ে আসা শুরু করেছিল, তখনই এই ব্যান আমাদের সবার মনে আঘাত হেনেছে। আমরা ভরসা হারাতে শুরু করেছি। আজকাল ভুলেই যাই অন্তর্জালের এই পরাবাস্তব জগতে আমাদেরও একটা ঘর ছিল(?) যার নাম ছিল, সামহোয়্যার ইন.... ব্লগ।
ব্লগের মডারেটররা যা চান, সেই অনুযায়ীই আমি পোস্ট প্রকাশ না করে কোন সমস্যায় আপনাদের লিখে পাঠালাম, এর আগেও পাঠিয়েছি; তাতে কোন লাভ হয়েছে কী না জানিনা। আর এ চিঠিতেও লাভ হবে কী না জানি না।
আমরা অনেকেই হয়তো আমাদের জীবনের এই ব্যস্ততায় ব্লগ ছেড়ে চলে যাব। আর এই ব্লগেও হয়তো অনেক নতুন ব্লগার আসবেন, তাঁদের জন্য নতুন জগত হবে সা.ইন ব্লগ।সা.ইনে ব্লগারের অভাব হবেনা হয়তো.... কিন্তু আমরা, যারা আজ আপনাদের মডারেশনে ক্ষুব্ধ কিংবা কষ্টপ্রাপ্ত; আমরা যারা এই ব্লগকে নিজের ঘর মনে করেছিলাম, তারা সম্ভবত সারাজীবন বুকে কষ্ট চেপে রাখবে.... "আমাদের পরাবাস্তব জগতে কোন ঘর রইল না...." এই কষ্ট আর চরম বিরক্তি নিয়েই হয়তো এই মানুষগুলো ঘর ছাড়বে.....
প্রিয় মডারেটরবৃন্দ যদি মনে করেন যে, এই কষ্ট পাওয়া মানুষগুলোর জন্য কিছু করতে পারবেন, তবে প্লিজ সম্প্রতি ব্যান হওয়া ব্লগারদের আনব্যান করুন; তাঁদের ব্যানের যৌক্তিকতা নিয়ে নোটিশ দিন। হয়তো অনেকে সেই নোটিশে মাইনাস দেবে, গালাগাল করবে আপনাদের, কিন্তু মডারেশনের ভার যখন নিয়েছেন_ এটুকু সহ্য করেই নাহয় ঘরহারা মানুষগুলোকে তাদের পুরোনো ঘরে ফেরার জন্য আহ্বান করুন!
আমাদের ঘর, আর স্বচ্ছ উদার মডারেশন এইটুকুই আমার চাওয়া।
ধন্যবাদান্তে
নিবিড় অভ্র
** তাঁদের বিরক্তি এড়াতে অনেক আবেগের কথাই বাদ দিয়েছিলাম চিঠিতে...
* আমি চিঠিটি পোস্ট করি ২৭ নভেম্বর,২০০৯ তারিখে; এতদিন উত্তরের অপেক্ষায় থেকে আজ আমি পোস্ট প্রকাশ করলাম।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪০