সব পাখি নাচতে পারে না, কিন্তু ময়ূর পারে। সব বন্ধু হৃদয়ের কাছে পৌঁছাতে পারে না, কিন্তু তুমি পেরেছ। সব ফুল ভালোবাসা প্রকাশ করতে পারে না, কিন্তু গোলাপ পারে। আজ ১২ জুন, লাল গোলাপ দিবস। ৭ ফেব্রুয়ারি গোলাপ দিবসের মধ্য দিয়ে ভালোবাসার সপ্তাহ শুরু হলেও কোনো এক অজানা কারণে লাল গোলাপ দিবস ১২ জুন। অবশ্য জুন মাসের এ সময়ে লাল গোলাপ তার পূর্ণ সৌন্দর্য ও সুবাস নিয়ে প্রস্ফুটিত হয়। লাল গোলাপ দিবসে প্রিয়জনের হাতে একগুচ্ছ লাল গোলাপ তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানান। লাজ-লজ্জা ভুলে এবার তার কপালে আলতো করে চুমু দিন। যেকোনো বাধার বিপরীতে ভালোবাসা জয়ী হোক। ভালোবাসা উজ্জ্বল হোক, যখনই কুৎসিতের কালো ছায়া আমাদের ঢেকে ফেলতে চাইবে। ঠিক যেন একটি গোলাপের মতো। কাঁটার ওপর দাঁড়িয়ে প্রস্ফুটিত করে নিজের সৌন্দর্য।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২১ বিকাল ৩:৪২