নিজের দিকে নিজেই তাকিয়ে রই
স্বার্থের পৃথিবীতে মানুষ এমনি হই
পড়ন্ত বিকেলের ডুবন্ত সূর্যের সাথে
বিনা কারনে মিলিয়ে গেলে তাতে ।
ক্ষনিকের রঙিন মোহে পড়ে
ভালোথাকার মূহর্তগুলো গেলে ভুলে
অবজ্ঞা আর অবহেলাকে সঙ্গী করে
ভালোবাসা এখনো আছে টাই দাড়িয়ে।
সময়ের স্রোতে ভাসিয়ে দিলে যখন
প্রিয়তার মুখোশ বেড়িয়ে পড়লো তখন
ভালো-মন্দ বুঝার ক্ষমতা হারালে্
আপনকে পর ভেবে দুরে সরে দাঁড়ালে।
চলে যাওয়ার ক্ষনটা দারুন যন্ত্রনাময়
এমন নিষ্ঠুর কষ্ট বাস্তবতায় মানতে হয়।
নকলের ভিড়ে আসল হারালে
সময় যখন ফুরাবে বুঝবে তখন সবে।
চলে গেলে ক্ষতি নেই তাতে
নিয়ে যাচ্ছো রাশি রাশি ভালোবাসা
আর মুঠো মুঠো মধুর স্মৃতি তোমাতে
হারালেও থেকে যাবে অধিক কিছু
আমার এই না থাকা জুড়ে ।
না হয় থাকবো একা – নিশিদিন
অজস্র বেদনায় স্বপ্ন ভাঙ্গা ধরাতে
যাতনার আগুনে পুড়ে আরো নিখাঁদ হবে
খাঁটি সোনার মতো সযতনে সঙ্গোপনে ।
আরো কবিতাঃ
::: পদ্মফুলের নগ্ন পা :::
::: আপন-পর :::
::: তুমি নেবে :::
::: চিঠির আত্মকাহিনী :::
::: জীবনের বাঁকে :::
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:১৭