সুন্দরবন অঞ্চলের খুব পরিচিত ফুল । এই ফুল গাছের বাকল খুব শক্ত রশি হিসেবে ব্যবহার করা যায় । সকাল বিকাল ফুলের রং বদলায় তাই এর আরেক নাম সাজুনী ফুল । সুন্দরবনের সর্বত্রই এই গাছটি দেখা যায়। ফুলের রং হলুদ, যা ধীরেধীরে লালচে বর্ণ ধারন করে। বীজের পাশাপাশি কাটিংয়ের মাধ্যমেও সহজেই বংশবিস্তার করতে পারে। তাই স্থানীয়রা এটিকে বসতবাড়ির বেড়ায় জীবন্ত খুটি হিসেবে ব্যবহার করে। এছাড়াও বনে বিভিন্ন পেশায় যাদের জীবিকা, তারা এই গাছের ছালকে দড়ি হিসেবে ব্যবহার করে।
আঞ্চলিক নামঃ বোলা, বলই, ভোলা, ছালুয়া, সূতীকাঠ ।
Scientific Name: Hibiscus tiliaceus
Sea Hibiscus or Coastal Cottonwood is a species of flowering tree in the mallow family, Malvaceae,that is native to the Old World tropics.
ছবি তোলার স্থানঃ বাঁশবাড়ীয়া সমুদ্র সৈকত, সীতাকুণ্ড, চট্টগ্রাম ।
ফুল নিয়ে আরো ব্লগ দেখুনঃ
চিরসবুজ সুগন্ধি কুন্দ বা মেঘ মল্লিকা ফুল
ঐ শিউলি ফুলের সুবাসে মন করে আকুল
দৃষ্টিনন্দন শীতের ফুল
চোখ জুড়ানো বুনো ফুলের সন্ধানে
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৯