সুনীল আকাশের নয়নাভিরাম দৃশ্য এর হাতছানি, পাথরের বুকে আছড়ে পড়া ছোট ছোট ঢেউয়ের কল কল শব্দ আর চারপাশের সবুঝ আবহে নির্মল প্রশান্তির এক সুন্দর জায়গা হলো আকিলপুর সমুদ্র সৈকত । কিছুদিন আগেও এই জায়গার সাথে কারো তেমন পরিচয় ছিলো না। কথায় আছে সুন্দর লুকিয়ে রাখা যায় না। এই সৈকতের বেলায় ও তেমন কথা প্রযোজ্য । যান্ত্রিকতা ভুলে এক পশলা শান্তির খোঁজে ইতোমধ্যে ভ্রমণ পিপাসু মানুষ দলে দলে দেশের বিভিন্ন স্থান থেকে আঁকিল পুর সমুদ্র সৈকতে প্রকৃতির অপরুপ দৃশ্য দেখতে ছুটে আসছে ছুটির দিনগুলোতে। পড়ন্ত বেলায় পাথরে দাঁড়িয়ে সূর্য রক্তিম বর্ণে হেলে যাওযার মনোরম দৃশ্য দেখতে আপনিও না হয় চলে আসুন কোন এক ছুটির দিনে।
এক সময় বাঁশবাড়ীয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আঁকিল পুর গ্রাম ছিল অবহেলিত ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসও প্রবন এলাকা, অল্প ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসও হলেই মানুষের প্রাণ হানির সম্ভবনা ছিল, এই ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস থেকে মানুষকে বাঁচাতে সরকার নির্মান করেন বাধ এবং এই বাধ যাতে নষ্ট না হয় তাই বাধের পাশে বসানো হয় ব্লক, বাধের চার পাশে সারি সারি গাছ লাগানো হয় যা মানুষকে প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেয় এবং মানুষ প্রকৃতির অপররূপ সৌন্দর্য উপভোগ করতে পারে, পর্যটকদের যাতে কষ্ট না হয় এবং তারা যাতে কোন সমস্যা ছাড়া ভ্রমন করতে পারে, তাই তাদের জন্য বিশ্রামের ব্যবস্থা দোকান পাট ও শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে, আর এই সব কিছুর জন্য দিন দিন আঁকিল পুর সমুদ্র সৈকতে পর্যটক বৃদ্ধি পাচ্ছে ।
কিভাবে যাবেনঃ
চট্রগ্রাম শহর থেকে ছোট কুমিরা বাজার কিংবা বাশঁবাড়ীয়া বাজারে নেমে যে কেউ চলে যেতে পারেন সৈকতের তীরে। ঠিক তেমনি ঢাকা থেকে আগতদের জন্যও একই কাজটি করতে হবে।
বাশঁবাড়ীয়াঃ
বাশঁবাড়ীয়া সমুদ্র সৈকত থেকে সোজা বেড়ীবাধঁ ধরে দক্ষিন দিকে এক কি. মি. এগিয়ে গেলে আকিলপুর সমুদ্র সৈকতের দেখা মিলবে। উল্লেখ্য যে বাশঁবাড়ীয়া সমুদ্র সৈকত ও আকিলপুর সমুদ্র সৈকত দুটি বাশঁবাড়ীয়া ইউনিয়নে অবস্থিত।
ছোট কুমিরাঃ
অন্যভাবে যাওয়া যায়- ছোট কুমিরা বাজার হতে ২ থেকে ৩ কিলোমিটার ভিতরে এগিয়ে গেলে নীম তলা গ্রামের পাশে এই আঁকিল পুর সমুদ্র সৈকত। কুমিরা বাজার দিয়ে যাওয়া হয় বলে অনেকে এই সৈকতকে কুমিরা সৈকত নামেও চিনে।
আকিলপুর সমুদ্র সৈকতের ভিডিও লিংকঃ
Akilpur Sea Beach
ঘুরে আসতে পারেন কাছাকাছি অপর সমুদ্র সৈকত (১ কি.মি. দূরে)
বাশঁবাড়ীয়া-সমুদ্র-সৈকত পর্ব-১
বাশঁবাড়ীয়া-সমুদ্র-সৈকত পর্ব- ২
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২৪