আমাদের দেশে সাধারণত দু’ধরনের কুন্দ দেখা যায়। একটি সুগন্ধি, অন্যটি গন্ধহীন। বেলি ফুল ও জুঁইয়ের পাতার সঙ্গে এর অনেক মিল। লতানো ধরনের চিরসবুজ ঝোপ। ছোট ডালে গুচ্ছ গুচ্ছ সাদা রঙের সিঙ্গেল বা ডাবল ফুল ফোটে, এরা গন্ধহীন। আরেক জাতের পাপড়ির কিনার গোলাপি, এটি সুগন্ধি। বংশবৃদ্ধি কলমে, শিকড় থেকেও চারা গজায়।
কুন্দ ভারত উপমহাদেশের প্রজাতি। লতানো ধরনের চিরসবুজ ঝোপ। পাতা ও কচি ডাল রোমশ। পাতা একক, ৩-৬ সেন্টিমিটার লম্বা, উপর মসৃণ, নিচ রোমশ। বেশি ফুল ফোটে শীত, বসন্ত ও গ্রীষ্মে। চারপাশে ছড়িয়েপড়া ছোট ছোট ডালে গুচ্ছ গুচ্ছ সাদা রঙের সিঙ্গল বা ডাবল ফুলগুলো ৩ সেন্টিমিটার চওড়া। দলনলের আগায় ৭ থেকে ৯টি পাপড়ি থাকে, পাপড়ির আগা চোখা বা ভোতা দুরকমই হতে পারে। এদের বৈজ্ঞানিক নাম Jasminum pubescens। এরা গন্ধহীন। Jasminum pubescens প্রজাতির ফুলের পাপড়ির কিনার গোলাপি।
কুন্দ Oleaceae পরিবারের উদ্ভিদ। এই Oleaceae পরিবারের প্রায় ২০০ টি ফুলের এক বিশাল গণ Jasminum । এই গণে আছে বেলী, জুই, চামেলী সহ নানান সুগন্ধি ফুল, তবে কুন্দ গন্ধহীন।
অন্যান্য নামঃ Musk jasmine, Downy jasmine, Indian jasmine, Star jasmine, Winter jasmine, Megha Mallika (Sanskrit) etc.
বৈজ্ঞানিক নামঃ Jasminum pubescens
Family : Oleaceae
ফুল নিয়ে আরো ব্লগঃ
ঐ শিউলি ফুলের সুবাসে মন করে আকুল
দৃস্টিনন্দন কিছু বুনো ফুল পরিচিতি
দৃষ্টিনন্দন শীতের ফুল
তথ্যঃ শেষ চারটি ছবি ও তথ্য সুত্র ইন্টারনেট।
প্রথম চারটি ছবি বান্দরবনের নীলগিরি পর্যটন স্পট থেকে তোলা।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৩