১
নাম: শ্বেত কন্টকরী ( বেগুনের মত নরম ও শাসওয়ালা কিন্তু আকারে গোল ও ছোট এক ধরনের ফল হয়, ওষুধ হিসেবে খায় অনেকে।)
অন্যান্য ও আঞ্চলিক নাম : কন্টকরী, কংটকরী, কন্টকারী কন্টিকারী, কাঁটাবেগুন, শ্বেতরাঙানি, বিষফল, শ্বেতকণ্টকারি, কণ্টালিকা, কণ্টকিনী, নিদিন্ধিক, দুঃস্পর্শ, ধাবনী, ক্ষুদ্রা, ব্যান্ত্রী, দুষ্পধর্ষিণী, সিতা, ক্ষুদ্রা, চজহাস, লক্ষ্ণণা, ও স্বেদদূষিকা, (মতান্তরে ক্ষেত্রদুতিকা), কণ্টেলি, লঘু বাটাই, রিঙ্গনী, ভটকটীয়া, তৈলঙ্গে ব্ৰাকুড়িচেষ্ট্র রোবটীমূলঙ্গ, কণ্টমারিষ, রিঙ্গণী, ভুৰ্দরিঙ্গণী, ললুরিঙ্গণী, বেঠভোরিঙ্গণী, কর্ণাটে, জ্যান্থোকার পম।
Common Name : Sticky Nightshade, Bitter apple, Dense thorned bitter apple, Wild tomato
Scientific Name : Solanum sisymbriifoliu
স্থান : মেঠো পথের প্রান্তরে, সীতাকুন্ড, চট্টগ্রাম ।
ছবি তোলার সময়: ১৩ মে ২০১৮
২
নাম: দাঁতরাঙ্গা
অন্যান্য ও আঞ্চলিক নাম : লুটকি, ফুটকি, ফুটুকী, ফুটকলা, ফুটুল, বন তেজপাতা, বেগম বাহার।
স্থান : চীনা মাটির পাহাড়, বিজয়পুর, নেত্রকোনা।
ছবি তোলার সময়: ২৪ নভেম্বর ২০১৭
৩
নাম: শ্বেত চিতা
অন্যান্য ও আঞ্চলিক নাম : শ্বেত চিত্রক, চিত্রক, চিত্রমালিকা, ধনঞ্জয়ে, শরদুল্লা, সাদা চিতা।
Common Name : White leadwort, Wild leadwort, Ceylon leadwort, Doctorbush, Plumbago ।
Scientific Name : Plumbago zeylanica
স্থান : জয়দেবপুর রেল স্টেশন, গাজীপুর
ছবি তোলার সময়: ২৫ নভেম্বর ২০১৭
৪
নাম: জানা নেই
স্থান : মেঠো পথের ধারে, সীতাকুন্ড, চট্টগ্রাম ।
ছবি তোলার সময়: ২৭ অক্টোবর ২০১৭
৫
নাম: বনগাঁদা
অন্যান্য ও আঞ্চলিক নাম : বনগেন্ধা, বনগেন্দা, সূর্যকন্যা, মরাতিতিগা, মারহাতিতিগা, একমেলা।
Common Name : Toothache Plant, Paracress, Eripacha.
Scientific Name : Acmella uliginosa
স্থান : মেঠো পথের ধারে, সীতাকুন্ড, চট্টগ্রাম ।
ছবি তোলার সময়: ১০ নভেম্বর ২০১৭
৬
নাম: বন ধনিয়া
অন্যান্য ও আঞ্চলিক নাম : বন ধইন্না, মিছরিদানা, চিনিপাতা
Common Name : Goatweed, Weeet Broom Weed.
Scientific Name : Scoparia dulcis
স্থান : মেঠো পথের ধারে, সীতাকুন্ড, চট্টগ্রাম ।
ছবি তোলার সময়: ২৭ এপ্রিল ২০১৮
৭
নাম: হাতি শুড ফুল (দেখতে অনেকটা হাতির শুডের মতো বলে এই নামে ডাকা হয় )
স্থান : মেঠো পথের ধারে, সীতাকুন্ড, চট্টগ্রাম ।
ছবি তোলার সময়: ২৭ এপ্রিল ২০১৮
৮
নাম: জানা নেই
স্থান : মেঠো পথের ধারে, সীতাকুন্ড, চট্টগ্রাম ।
ছবি তোলার সময়: ২৭ এপ্রিল ২০১৮
৯
নাম: হলিহক
অন্যান্য ও আঞ্চলিক নাম : পাতি হলিহক, গুলখাইরা (উর্দু), Chitra Seavati ও Gurvo (নেপালী) ।
Common Name : Hollyhock, Common Hollyhock ।
Scientific Name : Alcea rosea
স্থান : স্মৃতিসৌধ , সাভার, ঢাকা।
ছবি তোলার সময়: ২১ ফেব্রুয়ারি ২০১৭
১০
নাম: দুধলি ফুল, শিলকাঁটা, কাঁটাদুধলে, বৈরাগীকাঁটা
স্থান : মেঠো পথের ধারে, সীতাকুন্ড, চট্টগ্রাম ।
ছবি তোলার সময়: ২৭ এপ্রিল ২০১৮
১১
নাম: বিষ কাটালি ( হাতে বা পায়ে এই গাছ লাগলে ভীষণ চুলকায় বলে আমাদের গ্রামে বিষকাটালি নামে প্রচলিত)
স্থান : মেঠো পথের ধারে, সীতাকুন্ড, চট্টগ্রাম ।
ছবি তোলার সময়: ২৭ এপ্রিল ২০১৮
১২
১৩
নাম: দাঁতরাঙ্গা
অন্যান্য ও আঞ্চলিক নাম : লুটকি, ফুটকি, ফুটুকী, ফুটকলা, ফুটুল, বন তেজপাতা, বেগম বাহার।
Common Name : Malabar Melastome, Indian rhododendron, Singapore rhododendron, Planter's rhododendron, Senduduk.
Scientific Name : Melastoma malabathricum
স্থান : কর্ণফূলী চা বাগান, ফটিকছড়ি, চট্টগ্রাম।
ছবি তোলার সময়: ৯ ফেব্রুয়ারি ২০১৮
বেশির ভাগ ফুল রাস্তার আশে-পাশে কিংবা নাল জমি, বাধের ধারে , মেঠো পথে চলতে ফিরতে প্রায় আমাদের চোখে পড়ে। সেই অবহেলিত ফুল গুলো নিয়ে আমার এই ফুল ব্লগ। আাশা করি সবার নয়ন জুড়াবে বাহারি অচেনা ফুলের সৌরভে। এই সব ফুলের সাথে যাদের পরিচয় আছে সঠিক নামটি জানালে উপকৃত হবো ।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:০৬