সবাই স্বীকার করেন অধ্যাপক আবদুর রাজ্জাক একজন চমৎকার মানুষ। তাঁর জ্ঞানচর্চার পরিধি কতদূর বিস্তৃত ছিলো, তিনি ব্যক্তি মানুষটি কেমন ছিলো সে বিষয়েও খুব কম সংখ্যক মানুষের ধারণা ছিলো । খুব কাছের মানুষ ছাড়া বেশির ভাগ মানুষের উনার সর্ম্পকে তেমন কোন ধারনা নেই। যদ্যপি আমার গুরু গ্রন্থটি পাঠক সাধারণের মনে অধ্যাপক আবদুর রাজ্জাকের মনীষা এবং মানুষ আবদুর রাজ্জাক সম্পর্কে একটি ভালো ধারণা গঠন করতে কিংবা তার সর্ম্পকে অনেকখানি জানতে আপনাকে সাহায্য করবে। যেহেতু লেখক অধ্যাপক আবদুর রাজ্জাকের সান্নিধ্য পেয়েছেন এবং তিনি চেষ্টা করেছেন যতটুকু সম্ভব পাঠকের কাছে উনাকে তুলে ধরার জন্য।
জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাককে চলমান বিশ্বকোষ বলা যায় কেননা রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, শিল্প-সাহিত্য, অর্থশাস্ত্র, ধর্ম-সংস্কৃতি এই সবগুলো বিষয়ে তিনি বিশেষজ্ঞের মতো মতামত দেবার ক্ষমতা রাখেন। তাঁর পাণ্ডিত্যের খ্যাতি সর্বজনসমাদৃত। এই নিভৃতচারী, জ্ঞান্সাধক মানুষটি সারা জীবন কোন গ্রন্থ রচনা করেননি।
যা পাঠ করার মাধ্যমে আমারা পাঠক হিসেবে তার সর্ম্পকে জানতে পারবো। সভা- সমিতিতে কথাবার্তা বলারও বিশেষ অভ্যাস তাঁর ছিলো না। অনাড়ম্বর জ্ঞান্সাধক মানুষটি তাঁর মেধা এবং মননশক্তি দিয়ে জাতীয় জীবনের সন্ধিক্ষন এবং সংকটময় মুহূর্তসময়ে সঠিক পথ নির্দেশ দিয়েছেন। অধ্যাপক আবদুর রাজ্জাক, বলতে গেলে, চারটি দশক ধরেই তরুন বিদ্যার্থীদের অনুপ্রেরনার উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছেন।
একনজরে…
বইয়ের নামঃ যদ্যপি আমার গুরু
লেখকের নামঃ আহমদ ছফা
প্রকাশক: মাওলা ব্রাদার্স
প্রথম প্রকাশ: February 1998
Edition 6th Print : January 2013
প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী
পৃষ্ঠা সংখ্যা: 110
মূল্য : 175 টাকা
ভাষা: বাংলা
ISBN: 984 410 022 4
বইয়ের রেটিং (ব্যক্তিগত) : 5 এ 5
লেখক আহমদ ছফা তরুন বয়সে
লেখক পরিচিতিঃ
বইয়ের ভিতরের কিছু নোটেড দৃশ্যচিত্র :
বই নিয়ে অন্য রিভিউ সমূহঃ
মহাজীবন এক্সপ্রেস - নাদিম মজিদ
প্রজাপ্রতি - সমরেশ বসু
সাম্প্রতিক বিবেচনা: বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস - আহমদ ছফা
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২০ দুপুর ১২:৫৯